নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বিনিয়োগ খুব আশানুরুপ নয়। বিভিন্ন সরকারি নিয়োগ অথৈ জলে। মামলার পর মামলায় বছরের পর বছর ধরে ঝুলছে প্যানেল। যারা জিন্দাবাদ করে তারা গ্রুপ ডি তে ঢুকে পড়লেও যোগ্য শিক্ষিতরা চাকরি পাচ্ছেনা এমন আক্ষেপ রবিবারই জেলায় এসে করে গেছেন খোদ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পারিবারিক এই অনিশ্চয়তা নিয়েই কাজ করতে হয় পুলিশ কর্মীদেরও। বাড়িতে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের উপস্থিতিতে শৃংখলা পরায়ন পেশার কাজে সমস্যাই হয়। সম্ভবত সেই ভাবনা থেকেই শুধুমাত্র পুলিশ কর্মীদের পরিবারের সন্তানদের জন্য জব ফেয়ার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেদিনীপুর শহরে পুলিশ লাইনের ক্যাম্পাসের ভিতর এই উদ্যোগ সংগঠিত হল সোমবার। কয়েকশো পুলিশকর্মী মেদিনীপুর পুলিশ লাইনে বিভিন্ন কোয়ার্টারে রয়েছেন। তাদের পরিবারের কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য এই জব ফেয়ার পুলিশের উদ্যোগে করা হয়েছিল। যেখানে ২৪ টি কোম্পানি এসে অংশ নিয়েছিল। প্রথম দিনের এই জব ফেয়ারে ২৪০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেছেন চাকরির আবেদন জমা করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলার পুলিশ সুপার দিনেশ কুমার জানালেন, এবার থেকে নিয়মিত এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন” এই জব ফেয়ার দ্বারা অনেকেই চাকরি পাবেন। তারা ছাড়াও বাকিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ধীরে ধীরে এই কর্মসূচির বিস্তৃতি আরও বাড়ানো হবে।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সাধরন সম্পাদক চন্দন বসু জানালেন, ”ছোট এবং মাঝারি শিল্পপতিরাও এই উদ্যোগ থেকে উপকৃত হয়েছেন কারন ব্যয়বহুল ক্যাম্পাসিং করা তাঁদের পক্ষে সম্ভব হয়না। এখানে একসংগে ওঁরা অনেক কর্মপ্রার্থী পাচ্ছেন।”