Homeএখন খবরলকডাউনের মধ্যেই চালু হল Jio Mart পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হবে অর্ডার

লকডাউনের মধ্যেই চালু হল Jio Mart পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হবে অর্ডার

ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই জিওর ১০ শতাংশ মালিকানা কিনেছিল ফেসবুক যার মূল্য প্রায় ৪৪ কোটি টাকা।
তার কিছুদিনের মধ্যেই আবার হোয়াটসঅ্যাপ এর সাথে হাতে হাত মিলিয়ে জিও তাদের এ কমার্স দুনিয়ায় পা বাড়াতে চললো। এখনো পর্যন্ত মুম্বাইয়ের কিছু কিছু জায়গায় এই পরিষেবা তারা চালু করেছে ভবিষ্যতে সারাদেশে পরিষেবা চালু করবে জিও-মার্ট
এর ফলে প্রায় ৪০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে জিও কার্ট এর পরিষেবা পৌঁছে যাবে।

ভারতের বাজারে আ্যমাজন ও ফ্লিপকার্ট এই দুটি ই-কমার্স কম্পানির রমরমা। তাদের সাথেই এবার প্রতিযোগিতায় জিও তাদের জিও-মার্ট পরিষেবাটি চালু করেছে। এর মাধ্যমে তাদের নিজস্ব স্টোর ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনা যাবে সমস্ত জিনিস

জিও মাঠ থেকে কোন জিনিস কিনতে হলে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ৮৮৫০০০৮০০০ এই নাম্বারে হাই বলে মেসেজ করতে হবে তারপর আপনাকে একটি লিংক পাঠিয়ে দেয়া হবে সে লিংকে ক্লিক করে এড্রেস দিতে হবে তারপর আপনি যে সমস্ত জিনিস কিনতে চান সেগুলো সেখানে দেওয়া থাকবে তার পাশে দামও দেওয়া থাকবে সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। ওর্ডার করার পর ডেলিভারির সমস্ত ডিটেলস আপনার ফোনে মেসেজে চলে আসবে।
তবে হোয়াটসঅ্যাপে আসা এই লিঙ্কটির বৈধতা কেবলমাত্র ৩০ মিনিট এই সময়ের মধ্যেই অর্ডার সেরে নিতে হবে নাহলে আবার লিঙ্ক জেনারেট করতে হবে।

২২ শে এপ্রিল এক বিবৃতিতে জিও জানিয়েছে যে ভারতের ৩ কোটির মতো দোকানদারকে ডিজিটাল পেইমেন্টে সাহায্য করবে। হোয়াটসঅ্যাপ ও জিও হাতে হাত মিলিয়ে এই পরিষেবা আনতে চলেছে।

RELATED ARTICLES

Most Popular