ডিজিটাল ডেস্ক: লকডাউন এর ফলে এখন সবাই ঘরবন্দি বিভিন্ন অফিস এর মিটিং সব কিছু ছাড়তে হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাছাড়া এখন শিক্ষকরাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পড়াচ্ছেন। এবার ভারতে সবচেয়ে বড়ো টেলিকম সংস্থা জিও ভিডিও কনফারেন্সিং এর জন্য একটি নতুন প্লাটফর্ম আনতে চলেছে যার নাম ‘জিও মিট’
অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্স করতে পারবেন। জিও মিট অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেম এর জন্যও উপলব্ধ, এছাড়াও আউটলক ইমেইল এ বিশেষ একটি প্লাগিন ব্যবহার করে জিও মিট ব্যবহার করা যাবে। এবং গুগল ক্রোম ফায়ারফক্স এই ব্রাউজার গুলিতে প্লাগিন ব্যবহার করে ব্রাউজার থেকে ভিডিও কনফারেন্সিং করা যাবে। এই প্লাটফর্মের মাধ্যমে হাই কোয়ালিটির ভিডিও কনফারেন্সিং করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি ব্যবহারকারীরা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ভিডিও কনফারেন্স এ যোগ দেওয়ার জন্য ব্যবহারকারীকে ওই রুমের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে তারপর সে কনফারেন্স এর মধ্যে ঢুকতে পারবে।
জিও এই আ্যপলিকেশনগুলি প্লে-স্টোরে লঞ্চ করে দিয়েছিল কিন্তু কিছুদিনের মাথাই প্রাই এক লাখ মানুষ এই আ্যপটি ডাউনলোড করে ফেলেন যার ফলে সাময়িক ভাবে অ্যাপটি প্লেস্টোর ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে খুব শীগ্রই তারা এই অ্যাপ্লিকেশন দুটি লঞ্চ করবে।
কিছুদিন আগে জুম আ্যপ ভিডিও কনফারেন্সিং এর জন্য খুব জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু এই অ্যাপটির মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকায় খোদ কেন্দ্র সরকার থেকে সতর্ক করে সমস্ত সরকারি কর্মীদের জুম আ্যপ ব্যবহার না করতে বলা হয়েছিল। ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা মেনে চলতে বলা হয়েছে।