Homeএখন খবরপশ্চিমের প্যাঁচে ঝেঁপে বৃষ্টি জঙ্গলমহলে, মকরের আগেই ভেজা শীতে ঘরবন্দি ঝাড়গ্রাম

পশ্চিমের প্যাঁচে ঝেঁপে বৃষ্টি জঙ্গলমহলে, মকরের আগেই ভেজা শীতে ঘরবন্দি ঝাড়গ্রাম

নিজস্ব সংবাদদাতা:  হাতে আর কয়েকটা দিন মাত্র। জঙ্গলমহলের প্রিয় উৎসব মকর সংক্রান্তির প্রস্তুতি ঘরে ঘরে। হাটে বাজারে পিঠে তৈরির মাটির সরা, টুসু ঠাকুরের চাহিদা তুঙ্গে। ধুলাটে ধুলাটে(মোরগ লড়াইয়ের জায়গা ) ধুলোময় মোরগের রনভূমি। আর তার মধ্যেই পশ্চিমী  ঝঞ্ঝার প্যাঁচে পড়ল জঙ্গল মহল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার রাত থেকেই ঝাড়গ্রাম শহরের আকাশের মুখ ভার  ছিল । বৃহস্পতিবার  সকাল থেকে প্রথমে ঝিরিঝিরি তারপর মুষল ধারে বৃষ্টি শুরু হল। বৃষ্টি তে চরম সমস্যা য় সাধারন মানুষ। বৃষ্টি র সাথে কনকনে ঠান্ডা হাওয়ায় নাজেহাল অবস্থা। বেশির ভাগ মানুষই ঘরবন্দি আর পেশার তাগিদে ঘরের বাইরে  বের হওয়া  মানুষ জন বৃষ্টি র হাত থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন রাস্তার আশেপাশে, মাথা বাঁচানোর দায়ে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে  আচমকা ঊর্ধ্বমুখী হয়েছিল পারদ৷ কিন্তু বৃষ্টির হাত ধরে তা আবার ফিরেছে জঙ্গলমহলে। ঝাড়গ্রাম জেলার জেলা সদর বাদ দিলেও বৃষ্টির হয়েছে বিনপুর, জামবনী, গোপীবল্লভপুরেও। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ একইসঙ্গে শুক্রবার থেকে কুয়াশার দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার থেকে একটনা কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ভোর থেকে বেস কয়েক ঘণ্টা ধরে কুয়াশার দাপট থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ কুয়াশার জেরে দৃশ্যমনতা অনেকটাই কমে যাবে৷ ফলে রাজ্য ও জাতীয় সড়কগুলিতে গাড়ি চলাচলেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷ প্রায়ই বিশেষত শীতের সকালে রাজ্যের একাধিক জেলায দাপট বাড়ে কুয়াশার৷ কুয়াশা ভরা সকালে প্রায়ই দুর্ঘটনার খবর মেলে৷ এবার তাই আলিপুর আবহাওয়া দফতর আগেভাগে এবিষযে সতর্ক করে দিয়েছে৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমনিতেই শীতে অকালবৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজি ও ফুল চাষ৷ আর এবার আগামি কয়েকটি দিন ভোরের দিকে ঘন কুয়াশা তৈরির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ঘন কুয়াশাও প্রভাব ফেলতে পারে ফুল ও সবজি চাষে৷ মকর সংক্রান্তির আগে তাই আবারও আগুন হতে চলেছে বাজার।                           

RELATED ARTICLES

Most Popular