Homeএখন খবরঝাড়গ্রামে বাসের ধাক্কায় আহত বাইক আরোহী, ভাঙচুর, উত্তেজনা

ঝাড়গ্রামে বাসের ধাক্কায় আহত বাইক আরোহী, ভাঙচুর, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা: যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইক আরোহীর আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম শহরে। উত্তেজিত জনতা ভাঙচুর করে বাসটি।শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার ননীবালা বয়েজ স্কুল সংলগ্ন এলাকার ঘটনায় ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ছুটে আসে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে হলদিয়া থেকে আসা ওই বাসটি ঝাড়গ্রাম শহরের মুখে বেশ দ্রুত গতিতেই ছিল আর সেই কারনেই নিয়ন্ত্রন হারিয়ে ওই বাইক আরোহীকে ধাক্কা মারে । এরপরই  উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায় । স্থানীয় জনতাই তীর্থঙ্কর মাহালা নামের বাইক আরোহী কে স্থানীয় বাসিন্দারা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝাড়গ্রাম থানার পুলিশ এবং বাসটিকে থানায় নিয়ে যায়। যদিও  বাস ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনও অবধি কাউকে গ্রেপ্তার বা আটক করেনি তবে পুলিশ খোঁজ করছে কারা এই ঘটনায় যুক্ত ছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় জনতার অভিযোগ , ঝাড়গ্রামে ফ্লাইওভার হওয়ার পর ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর গামী সমস্ত যানবাহন এই এলাকার সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করছে এবং দ্রুতগতিতে যার ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এইসব রাস্তার মোড় গুলিতে। মানু্ষের দাবি ওই রাস্তায় স্পিড ব্রেকার বসানো হোক যাতে যানের গতি নিয়ন্ত্রন করা যায়। 

RELATED ARTICLES

Most Popular