Homeআন্তর্জাতিকইরানের জেনারেলের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ৩৫জন পদপিষ্ট হয়ে মৃত, আহত...

ইরানের জেনারেলের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ৩৫জন পদপিষ্ট হয়ে মৃত, আহত ৪৮

নিজস্ব সংবাদদাতা: মার্কিনী বায়ুসেনার মিসাইল হানায়া নিহত ইরানের গোয়েন্দা প্রধান কোয়াসিম সোলেইমানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ৩৫জন পদপিষ্ট হয়ে মারা গেছে বলে সংবাদসূত্রে জানা গিয়েছে। ঘটনায় আরও ৪৮জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইরানের কারমান শহরে যা জেনারেলের নিজের শহর বলেই পরিচিত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইরান রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে সোমবার জেনারেল সোলেমাইনের শোকযাত্রায় ইরানের রাজধানী তেহরানে প্রায় ১০লক্ষ মানু্ষের মিছিল বেরিয়েছিল। তেহেরানের রাজপথ কাঁপিয়ে যাওয়া সেই মিছিল থেকে মুহুর্মুহু মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে তীব্র ঘৃনা ও ক্রোধ বর্ষিত হয়েছিল। সেই মিছিলেররই একটা অংশ রওনা দিয়েছিল কারমানের পথে। সেখানেই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর অবধি পাওয়া খবর অনুসারে জেনারেলের শেষকৃত্য চলছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিনি রকেট হামলায়  ইরানের কুদস বাহিনীর প্রধান কোয়াসেম সোলেইমানি সহ মৃত্যু হয়েছে ৮ জনের। এরপরই পরিস্থিতি জটিল হয়। এরপরই ইরানের সেনাবাহিনীর প্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি সতর্ক করেছেন আমেরিকাকে। তিনি বলেছেন “যে শত্রুরা সোলেমানির রক্তে নিজেদের হাত নোংরা করল তাদের বিরুদ্ধে নৃশংস বদলা নেওয়া হবে। সোলেমানির কাজ ও পথ চলা থামবে না। সেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাব।”

RELATED ARTICLES

Most Popular