Homeএখন খবরDuets-এর অনুকরণে Instagram আনলো ‘Remix’

Duets-এর অনুকরণে Instagram আনলো ‘Remix’

টেক ডেস্ক: বানানো যাবে ডুয়েট ভিডিও, ইনস্টাগ্রাম রিলস(Instagram Reels)আনলো রিমিক্স( Remix) ফিচার। নিজেদের প্রতিযোগিতা থেকে দূরে থাকতে চাইছে না ইনস্টাগ্রাম।

গত বছর ভারতে টিকটক( Tiktok)ব্যান হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে প্রায় একই ধরণের প্ল্যাটফর্ম Reels লঞ্চ করেছিল ফেসবুক মালিকানাধীন এই সংস্থাটি। এবার ইউজারদের খুশি করতে Tiktok-এর জনপ্রিয় ফিচার Duets-এর অনুকরণে Instagram আনলো ‘Remix’।

নতুন এই ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম রিলস ইউজাররা রিঅ্যাকশন ভিডিও বানাতে অথবা কোনও বন্ধুর বা ট্রেন্ডিং ভিডিওর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

সম্প্রতি ট্যুইটারে এই নতুন ফিচারটি লঞ্চ করার কথা ঘোষণা করেছে Instagram। সংস্থার তরফে জানানো হয়েছে Remix ফিচারের মাধ্যমে বিদ্যমান কোনও Reels ভিডিওর পাশাপাশি তার নতুন ভার্সন বানানোর সুযোগ পাবেন ইউজাররা।

RELATED ARTICLES

Most Popular