Homeএখন খবরঅযথা ভীড় এড়াতে অভিনব উদ্যোগ আসানসোল শপিং মলের, মলে ঢুকতে কাটতে হবে...

অযথা ভীড় এড়াতে অভিনব উদ্যোগ আসানসোল শপিং মলের, মলে ঢুকতে কাটতে হবে কুপন

ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় নির্দেশ মেনে ৮ জুন অর্থাৎ সোমবার থেকেই খুলে গেল দেশের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ ও শপিং মল। এরই মাঝে অযথা ভীড় এড়াতে এক অভিনব সিদ্ধান্ত নিল আসানসোলের একটি শপিং মল। মলে ঢুকতে গেলে কাটতে হবে ১০০ কুপন। পরে অবশ্য সেই টাকা জিনিসপত্র কেনা কাটার সময় এডজাস্ট করে দেওয়া হবে বলেই মলের তরফে জানানো হয়েছে।

এছাড়া শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে,স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে প্রথমে ক্রেতাদের লাইন দিয়ে ১০০ টাকার কুপন কাটতে হবে। এরপর মলের মূল গেটে প্রবেশ করার আগে পুরো বডি স্যানিটাইজ করে তারপর শপিং মলের ভেতরে প্রবেশ করার অনুমতি মিলবে। তবে এখানেই শেষ নয় এরপর মলের মূল গেটে প্রবেশ করার পর হাত স্যানিটাইজ করে তারপরই ভিতরে প্রবেশ করতে পারবে ক্রেতারা এরপর নিজেদের ইচ্ছামতো কেনাকাটার পর দাম মেটাতে কাউন্টারে এলে সেখানেই জিনিসপত্রের দামের থেকে কুপনের দাম বাদ দেওয়া হবে।

আনলক ১ এর শর্তাবলী মেনে শপিং মল, রেস্তোরাঁ খুলে দেওয়া হলেও দিন দিন হু হু করে বাড়ছে সংক্রমণ৷ ফলে এই পরিস্থিতিতে অযথা ভীড় এড়াতে আসানসোলের এই শপিং মলের অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতাদের একাংশ।

RELATED ARTICLES

Most Popular