Homeএখন খবরজমজমাট শিল্প বানিজ্য মেলা, শিল্পপতি, ক্রেতা বিক্রেতার মহামিলন

জমজমাট শিল্প বানিজ্য মেলা, শিল্পপতি, ক্রেতা বিক্রেতার মহামিলন

নিজস্ব সংবাদদাতা: জমে উঠেছে অষ্টম  শিল্প বানিজ্য মেলা । স্থানাভাবে এবার রাজ্যের অষ্টম জেলা শিল্প বানিজ্য মেলা সরিয়ে আনতে হয়েছে মেদিনীপুর শহরের প্রদ্যোত স্মৃতি সদন প্রাঙ্গনে। উদ্যোক্তারা জানিয়েছেন,  বিদ্যাসাগর হল ময়দানে বা কলেজ ময়দানে সংস্কার কার্য চলার জন্য এবার অপেক্ষাকৃত কম পরিসরে মেলা সরিয়ে আনতে হয়েছে৷ ফলে যেখানে ১০০টি স্টল দেওয়া যেত সেখানে এবার মাত্র ৩৩টি স্টল দেওয়া সম্ভব হয়েছে।তা স্বত্তেও উৎসাহে ভাটা পড়েনি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের শিল্পোদ্যোগী ও শিল্পপতিরা সামিল হয়েছেন এই মেলায়৷ বিভিন্ন আর্টিজানরা  শিল্পের পসরা নিয়ে এসেছেন এবং ক্রেতাদের যথেষ্ট ভিড় হচ্ছে ৷ কেনাকাটাও ভাল হচ্ছে বলে উদ্যোক্তাদের দাবি। উদ্যোক্তাদের আরও দাবি,  উৎপাদিত সামগ্রীর বাজারজাত করন ও শিল্পপতিদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরীই মেলার উদ্দেশ্য ছিল ৷ যার অনেকটাই সফল হয়েছে৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার্রস অফ কমার্স অন্ড ইন্ডাস্ট্রি এবং খাসজঙ্গল এন্টাপ্রেনিয়ার ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সঞ্জীব রায বলেন, ”গত সাত বছর ধরে জেলাতে করে আসছি আমরা ৷ সহ উদ্যোক্তা হিসেবে রয়েছে কোল্ড স্টোরেজ এসোসিয়েশন. রাইসমিল এসোসিয়েশন সব বিভিন্ন ব্যাবসায়ী সংগঠন রয়েছে ৷ এর উদ্দেশ্য-স্থানীয় ছোট শিল্পোদ্যগীদের জন্য বিপননের ব্যাবস্থা করা ৷ সেই সঙ্গে বড় শিল্পপতিতেদর সঙ্গে সাক্ষাত করে ব্যাবসায়ীক সম্পর্ক তৈরী ৷ প্রয়োজনে সহযোগীতার মাধ্যমে ব্যাবসাকে বাড়নো৷ সেই কাজে আমরা অনেকটাই সফল।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলাতে খড়্গপুর, মেদিনীপুর খাস জঙ্গল , সহ শালবনীতে বর্তমানে শিল্পকেন্দ্র তৈরী হয়েছে ৷ তাছাড়াও জেলার ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ওড়িষ্যা যাওয়ার পথেও বিভিন্ন শিল্প গত সাতবছরে বেড়েছে ৷ বানিজ্যমেলার দ্বারা শিল্পপতিদের আমন্ত্রন জানিয়ে শিল্পের এই ভাবেই শিল্পের পরিধি বেড়েছে বলে দাবি উদ্যোক্তাদের ৷ 

RELATED ARTICLES

Most Popular