Homeএখন খবরকাশ্মীরে ৬জঙ্গি নিকেশ করে শহিদ দুই সেনা জওয়ান! উপত্যকা জুড়ে বড়সড় অভিযানে...

কাশ্মীরে ৬জঙ্গি নিকেশ করে শহিদ দুই সেনা জওয়ান! উপত্যকা জুড়ে বড়সড় অভিযানে বাহিনী, চূড়ান্ত সতর্কতা জারি

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে তিনটি পৃথক এনকাউন্টারে ৬ জন জঙ্গিকে খতম করার পাশাপাশি শহিদ হলেন দুই সেনা জওয়ানও। নিজেদের দুই সহযোদ্ধার আত্মবলিদানের মধ্যে দিয়ে জম্মু-কাশ্মীরে এই বড়সড় সাফল্য পাওয়া স্বত্ত্বেও ম্রিয়মাণভারতীয় সেনার অপারেশনে থাকা জওয়ানরা। ঘটনায় আত্মসন্তুষ্টির কোনও জায়গা নেই বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। আরও জঙ্গির খোঁজে সীমান্তের বিভিন্ন এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন ভারতীয় সেনার জওয়ানরা।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দিনভর তিন জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। তাতেই নিকেশ ৬ জঙ্গি। এর মধ্যে চারজন স্থানীয় এবং দু’জন পাক জঙ্গিও রয়েছে। তবে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই ভারতীয় জওয়ানও। এদিকে, শুক্রবার সকালেও কুলগাম উত্তপ্ত হয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষে। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টর, পুলওয়ামা এবং কুলগাম-এই তিন জায়গায় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। এর মধ্যে রাজৌরিতে একেবারে লাইন অব কন্ট্রোলের খুব কাছেই পাক জঙ্গিদের নিকেশ করে ভারতীয় জওয়ানরা।

সেনা সূত্রে খবর অনুযায়ী, সীমান্তে অনুপ্রবেশের খবর পেয়ে জওয়ানদের একটি সার্চ পার্টি ওই এলাকায় টহল দেওয়ার সময়ই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। গ্রেনেডও ছোঁড়ে জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। তাতেই নিকেশ হয় দুই পাকিস্তানি জঙ্গি।

এই গুলির লড়াইয়ে শহিদ হন দুই ভারতীয় জওয়ানও। এঁরা হলেন নায়েব সুবেদার শ্রীজিথ এম এবং সেপাই মারুপ্রলু যশবন্ত রেড্ডি। দুই জঙ্গির পরিচয় জানা যায়নি। তবে তাদের কাছ থেকে দুটি একে-৪৭ বন্দুক, প্রচুর গুলি উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, জঙ্গিরা উপত্যকায় সন্ত্রাস ছড়াতে বেশ তৈরি হয়েই এসেছিল ।

RELATED ARTICLES

Most Popular