Homeএখন খবর'আনলক ওয়ান' এর প্রথম দিনেই করোনা বিশ্বের সপ্তম আশ্চর্য্য ভারত, ডিসেম্বরেই...

‘আনলক ওয়ান’ এর প্রথম দিনেই করোনা বিশ্বের সপ্তম আশ্চর্য্য ভারত, ডিসেম্বরেই আক্রান্ত হবেন ৬৫কোটি

নরেশ জানা: সোমবার পঞ্চমদফা লকডাউনের নামকেওয়াস্তে শুরুয়াৎ আদতে লকডাউন শিথিল করার প্রক্রিয়ারই শুরু যার বাহারি নাম আনলক ওয়ান। অর্থাৎ লকডাউন খোলার প্রথম পর্ব আর সেই শুরুর দিন বিশ্বে করোনা আক্রান্ত সবচেয়ে খারাপ দেশগুলির মধ্যে সপ্তম স্থানে চলে এল ভারত। মাত্র দিন কয়েক আগে যে ভারত ইরানকে টপকে প্রথম দশে ঢুকে পড়েছিল। সোমবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের(হু)কোভিড ট্র্যাকারের তথ্য অনুযায়ী ভারতে ১লক্ষ ৮২হাজার ১৪৩ জন করোনা আক্রান্ত। মাত্র ১৮হাজার দুরে ভারত ২লক্ষ আক্রান্ত থেকে। যা পুরন হতে আর আড়াই দিন কিংবা তারও কম সময় লাগবে। আর এই হিসাবে নিয়ে ভারত এখন করোনা বিশ্বের সপ্তম আশ্চর্য্যের দেশ!

রবিবার রাত্রি সাড়ে ১০টায় হু’র ট্র্যাকার অনুযায়ী বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯লক্ষ ৩৪ হাজার ৯৩৬ জন আর মৃতের সংখ্যা ৩ লক্ষ ৬৭হাজার ১৬৬। আর এযাবৎকালের সমস্ত রেকর্ড চাপিয়ে রবিবার ওই সময়ে গত ২৪ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৮০ জন যা সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যাকে ১লক্ষ ৮২হাজার ১৪৩ জনে পৌঁছে দিয়েছে। আর দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ভারতের স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী ৫,১৬৪ জন। হু’র তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ইংল্যান্ড, স্পেন আর ইতালির পরেই ভারত।

১৭লক্ষ ১৬হাজার ৭৮ নিয়ে সবার ওপরে মার্কিন দেশ। আর ১লক্ষ ৮২হাজার ১৪৩ জন নিয়ে সপ্তম স্থানে ভারত। ভারতের পরেই ১লক্ষ ৮১ হাজার ৮৪২নিয়ে জার্মানি। ১লক্ষ ৬৩ হাজার ১০৩ আক্রান্ত নিয়ে তুরস্ক বিশ্বের অষ্টম দেশ আর ১লক্ষ ৪৮ হাজার ৯৫০ জন নিয়ে দশম স্থানে রয়েছে ইরান।

ভারতে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগী রয়েছেন ৮৯ হাজার ৯৯৫জন আর করোনা মুক্ত হয়েছেন ৮৬হাজার ৯৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী একজন বিদেশী নাগরিক রয়েছেন আক্রান্তের তালিকায়। কেন্দ্রীয় এক আধিকারিকের বক্তব্য দেশে সুস্থতার হার ৪৭.৭৬%। গত কয়েক দিনে করোনা আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার ২৪ ঘন্টায় ২৬৫ জনের মৃত্যু নিয়ে একই দিনে সব চেয়ে বেশি মৃত্যু গুনেছে দেশ।

এখানেই শেষ নয়, যে হিসাব অনুযায়ী জুনের শুরু থেকেই করোনা আরো ভয়ানক রূপ ধারণ করবে বলে ধারণা করা হয়েছিল এখন সেই হিসাব মিলতে চলায় ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হবেন বলেও দাবি গবেষকের। আশঙ্কা রয়েছে গোষ্ঠী সংক্রমণেরও।

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্সের প্রধান ও কর্ণাটক হেলথ টাস্ক ফোর্সের কর্মকর্তা ভি রবি এসব আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, অর্ধেক ভারতকে গ্রাস করবে এই মরণঘাতী এ ভাইরাস। আর সবচেয়ে বড় সমস্যা হল, ৯০ শতাংশ মানুষ বুঝতেও পারবেন না যে তারা করোনায় আক্রান্ত।

RELATED ARTICLES

Most Popular