ওয়েব ডেস্ক : একে করোনা-য় রক্ষে নেই পঙ্গপাল আবার দোসর। এমনিতেই এই মূহুর্তে করোনা মহামারীর জেরে নাজেহাল গোটা দেশ। তার মধ্যে আবার নতুন আতঙ্ক পঙ্গপাল। ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, সহ দেশের একাধিক রাজ্যে একপ্রস্থ তান্ডব চালিয়ে গিয়েছে পঙ্গপাল। আবারও ফের ফসল নষ্ট করতে ধেয়ে আসছে পঙ্গপালের দল। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই কৃষকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রের ‘লোকাস্ট ওয়ার্নিং অরগানাইজেশন’ এর তরফে জানানো হয়েছে, পঙ্গপাল মারতে ইতিমধ্যেই ২৫ টি ড্রোন ও ৬০টি স্প্রে মেশিন কেনা হয়েছে।
মনে করা হচ্ছে, আরব সাগর থেকে প্রায় কয়েক লক্ষ পঙ্গপাল ধেয়ে আসছে ভারতের দিকে। এর জেরে প্রচুর পরিমাণে খারিফ শস্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মূলত আফ্রিকা থেকেই উড়ে আসছে এই পঙ্গপাল। এ বিষয়ে লোকাস্ট ইয়ার্নিং অরগানাইজেশনের ডেপুটি ডিরেক্টর কেএল গুরজর জানিয়েছেন, গরম আর বর্ষার সময়ে পঙ্গপালের হানা বেশি দেখা যায়। এরা এই সময় এক জায়গা থেকে আর এক জায়গায় যায়।
সূত্রের খবর, একদল পঙ্গপাল একদিনে প্রায় ১৫০ কিলোমিটার রাস্তা পেরতে পারে। দিনে প্রায় ২.৫ কেজি শষ্য একটি পঙ্গপাল একাই শেষ করতে পারে। ৪০ মিলিয়ন পঙ্গপাল ৩৫ হাজার মানুষের খাবার শেষ করতে পারে। সাধারণত পঙ্গপালকে আমরা গঙ্গাফড়িং নামে চিনি। এরা সবসময় দলবদ্ধ হয়েই হানা দেয়। এরা সাধারণত সবুজ জাতীয় ফসল, সবজি, পাতা, ফুল এই ধরনের খাবার খেয়ে থাকে।