Homeএখন খবরকরোনা কালে প্রয়াত খড়গপুরের ৭জন চিকিৎসককে স্মরণ করল IMA ! চিকিৎসক দিবসে...

করোনা কালে প্রয়াত খড়গপুরের ৭জন চিকিৎসককে স্মরণ করল IMA ! চিকিৎসক দিবসে প্রশ্ন উঠল ‘আমরা কতটা নিরাপদ’

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার, ১লা জুলাই চিকিৎসক দিবস উপলক্ষ্যে খড়গপুরের ৭জন প্রয়াত চিকিৎসককে স্মরণ করলেন শহরের চিকিৎসকরা। খড়গপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন ছোট ট্যাংরায় অবস্থিত ‘খড়গপুর সাথী সোসাইটি’র ভবনে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল এ্যশোসিয়েশনের(IMA) খড়গপুর শাখা এবং সাথী সোসাইটি। যে ৭জন প্রয়াত চিকিৎসককে স্মরণ করা হল তাঁরা হলেন, ডাঃ এ.কে মাইতি, ডাঃ এম.এ চৌধুরী, ডাঃ এস মজুমদার, ডাঃ ডি.এন পাল, ডাঃ গৌরাঙ্গ বিশ্বাস, ডাঃ অঞ্জলি দে এবং ডাঃ বিশ্বজিৎ চক্রবর্তী।

করোনা অতিমারির দাপট শুরু হওয়ার সময় থেকে দ্বিতীয় ঢেউয়ের চলতি মরসুমের মধ্যেই এঁদের মৃত্যু হয়েছে শুধু তাই নয় অসুস্থ হওয়ার আগের দিন পর্যন্ত এঁদের সিংহভাগই মানুষের চিকিৎসা করে গেছেন। এঁদের স্মরণ করতে গিয়ে উপস্থিত চিকিৎসকরা সেই প্রসঙ্গ উত্থাপন করে বলেছেন, এঁরা যে শুধু নিজেরাই এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন এমনটা নয়। তারও চেয়ে বড় কথা এঁরা প্রত্যেকেই অভিজ্ঞ এবং আমাদের অভিভাবক ছিলেন। এই অতিমারির সময়ে নিজেরা চিকিৎসা করার পাশাপাশি আমাদেরও পথ প্রদর্শকের কাজ করে গেছেন। এঁদের প্রয়ানে তাই খড়গপুর শহরের সাধারণ মানুষের যেমন ক্ষতি হয়েছে তেমনই ক্ষতি হয়েছে চিকিৎসা জগতেরও।

চিকিৎসক দিবস পালন করতে গিয়ে IMA খড়গপুর শাখার সভাপতি তথা শহরের বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ অনুপ মল্লিক প্রশ্ন তুলেছেন, করোনা কালে চিকিৎসকরা অতিরিক্ত ঝুঁকি নিয়েই নিজেদের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন ঠিকই কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও উঠে আসছে যে কতটা নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারছি আমরা। প্রায়ই শোনা যাচ্ছে অতিমারির সঙ্গে লড়াই করার পাশাপাশি চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন রোগির আত্মীয়স্বজন, পরিবারবর্গের হাতে। হেনস্থা হতে হচ্ছে, দৈহিক আক্রমনের শিকার হতে হচ্ছে তাঁদের। যদি সরকার এ বিষয়ে কঠোর না হন, যদি দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায় তবে এই প্রবণতা বাড়তেই থাকবে এবং অতিমারির বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ লড়াই বাধাপ্রাপ্ত হবে।

উল্লেখ্য অতি সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। রাজ্যগুলি চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ওপর আক্রমণকে কড়া হাতে দমন করতে হবে এবং আক্রমনকারীদের দ্রুত গারদে ভরার পাশাপাশি কঠিন শাস্তির উদ্যোগ নিতে হবে। পরামর্শ রয়েছে এই ধরনের ঘটনায় অ-জামিন যোগ্য ধারায় মামলা দায়ের করার। পশ্চিমবঙ্গেও করোনা কালে এধরনের বেশকিছু ঘটনা ঘটেছে যেখানে চিকিৎসক, চিকিৎসাকর্মীদের মারধরের পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনাও ঘটেছে।

আজকের এই অনুষ্ঠানে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রয়াত চিকিৎসকদের পরিবারের সদস্যদের। তাঁদের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন জাহির চৌধুরী, ডাঃ গৈরিক বিশ্বাস, ডাঃ সংযুক্তা দাস বিশ্বাস প্রমুখরা। অন্যদিকে খড়গপুরের চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অনুপ মল্লিক, ডাঃ গৌতম সাহা, ডাঃ এস.এস মাইতি, ডাঃ এইচ.সি রায়, ডাঃ ডি এন মোদক, ডাঃ বলরাম সাহু এবং সাথীর সদস্যরা।

RELATED ARTICLES

Most Popular