নিজস্ব সংবাদদাতা: দেশ ব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার মধ্যে ব্যতিক্রম নয় আইআইটি খড়গপুরও (IIT Kharagpur)। দ্বিতীয় ঢেউয়ে দেশের এই পাইওনিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানের অধ্যাপক, কর্মচারী কিংবা তাঁদের পরিবার পরিজন, ছাত্রছাত্রী মিলিয়ে আক্রান্তের সংখ্যা মাত্র একমাসেই ৩০০ আশেপাশে। এরমধ্যে ক্যাম্পাসের মধ্যেই রয়েছেন সিংহভাগ। মৃত্যু হয়েছে এক কর্মীর। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে করোনা কার্ফু জারি করতে হয়েছে। প্রথম সেমিস্টার স্থগিত করতে হয়। ক্যাম্পাসের ভেতরে বাইরের কেউ যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য নির্দেশিকা জারি করা হয়। অধ্যাপকদের নিজেদের বাড়িতে বসে অনলাইন ক্লাস নিতে নির্দেশ দেওয়া হয়। বন্ধ রাখা হয় ক্যাম্পাসের মধ্যেকার জিম-সহ একাধিক পরিষেবা।
এবার সেই পরিস্থিতি মাথায় রেখেই ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE Advanced) স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আইআইটি খড়গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৩রা জুলাই থেকে JEE Advanced পরীক্ষা হওয়ার কথা থাকলেও Covid-19 পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরীক্ষার পরবর্তী দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য দেশের প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী যারা JEE Mains পরীক্ষায় উত্তীর্ণ হন, তাঁরা এই JEE Advanced পরীক্ষায় বসার সুযোগ পান।
এই পরীক্ষায় মোট দুটো পেপার থাকে। দিনের দুটি শিফটে নেওয়া হয় পরীক্ষা। প্রথম শিফটটি সকাল ৯ থেকে দুপুর ১২ টা পর্যন্ত হওয়ার কথা ছিল। দ্বিতীয় শিফটটি দুপুর ২.৩০ টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত হওয়ার কথা ছিল। দেশের মোট ২৩টি আইআইটিতে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। প্রতি বছর দেশের ৭ টি জোনাল কো অর্ডিনেটিং আইআইটি যেমন খড়গপুর, কানপুর, দিল্লি, মাদ্রাজ, বম্বে, গুয়াহাটি ও রুরকি একসঙ্গে মিলে এই পরীক্ষা নিয়ে থাকে।
ইতিমধ্যে এই পরীক্ষার সিলেবাস JEE Advanced-এর ওয়েবসাইট jeeadv.ac.in-এ আপলোড করে দিয়েছে IIT খড়গপুর। এছাড়াও এই পরীক্ষার বেশ কিছু মক টেস্টও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভৌত বিজ্ঞান, রসায়ন, অঙ্ক, একটি ভাষা ও অন্য কোন বিষয় নিয়ে পরীক্ষায় পাস করতে হবে। নিয়ম অনুযায়ী প্রতি বছর কেবলমাত্র ৭৫ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারেন। কিন্তু করোনা পরিস্থিতির জেরে ৭৫ শতাংশ নম্বর পাওয়ার বিষয়টি এই বছর বাদ দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে যে সব পরীক্ষার্থী ২০২০ সালে JEE Mains পাস করা সত্ত্বেও JEE Advanced পরীক্ষায় বসতে পারেননি তাঁরা এই বছর সরাসরি ভাবে এই পরীক্ষায় বসতে পারবেন। তাঁদের আর আলাদা করে পরীক্ষা দিতে হবে না। এর জেরে এই বছরের পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য গত বছরের পরীক্ষার্থীদের আলাদা ভাবে গণ্য করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। এখন পরবর্তী বিজ্ঞপ্তি না প্রকাশ হওয়া অবধি পড়ুয়াদের অপেক্ষা করতে হবে। উল্লেখ্য এবার সমাবর্তন অনুষ্ঠান, ডিগ্রি প্রদান সবই ভার্চুয়াল অনুষ্ঠিত হয়।