Homeএখন খবরমার্গ সঙ্গীত ও লোক সঙ্গীত চর্চার জন্য আইআইটি খড়গপুরকে ৫২লক্ষ টাকা দিলেন...

মার্গ সঙ্গীত ও লোক সঙ্গীত চর্চার জন্য আইআইটি খড়গপুরকে ৫২লক্ষ টাকা দিলেন প্রাক্তনী

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তনিদের দেওয়া অনুদানে আইআইটি খড়গপুর ইতিমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি করেছে যা তাদের চিরাচরিত বিজ্ঞান প্রযুক্তি চর্চার বাইরে। যেমন বিনোদ গুপ্তা স্কুল অব ম্যানেজমেন্ট কিংবা মেধাস্বত্ব আইন কলেজ। লক্ষ্য করলে দেখা যাবে এগুলির কোনটাই বিজ্ঞান, প্রযুক্তি কিংবা স্থাপত্যবিদ্যার অন্তর্গত নয়। আইআইটির কৃতী প্রাক্তনীরা অনুদান দিয়ে আইআইটিকে বর্তমানের নিরিখে ভিন্ন ভাবনায় এঁরা ভাবতে সাহায্য করেছেন। এরকমই আরেক কৃতী প্রাক্তনি এবার এগিয়ে এলেন সম্পূর্ন ভিন্ন ধারার পঠন পদ্ধতিতে আইআইটি খড়গপুরকে সাহায্য করতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্তমানে মর্কিন যুক্তরাষ্ট্র নিবাসী আইআইটি খড়গপুরের প্রাক্তনী মুকুল পদ্মনাভন ভারতীয় মার্গ সঙ্গীত ও লোক সঙ্গীত চর্চার জন্য তাঁর প্রাক্তন প্রতিষ্টানকে ৫২লক্ষ টাকা প্রদান করার অঙ্গীকার নিয়ে সম্প্রতি মউ চুক্তি স্বাক্ষর করেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য ২০১৮ এপ্রিলে ভারতীয় মার্গ সঙ্গীতের পণ্ডিত অজয় চক্রবর্তীর সাথে মিলিত ভাবে আইআইটি ইতিমধ্যেই ‘সেন্টার ফর ক্ল্যাসিকাল আর্টস’ বলে একটি স্কুল চালু করেছে। মার্গ সঙ্গীত চর্চার পাশাপাশি এখানে  হাজার হাজার মার্গ সঙ্গীতকে সংরক্ষন ও ডিজিটাইজেসন করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
” ভারতের ধ্রুপদী সঙ্গীত ও শিল্প , চারু ও কারু শিল্প , রাগ, রাগিণী ইত্যাদি নানান ধারার চর্চা ও সংরক্ষনই ‘সেন্টার ফর ক্ল্যাসিকাল আর্টস’য়ের উদ্দেশ্য। সেখানে পদ্মনাভনের এই অনুদান আমাদের কাজকে আরও সমৃদ্ধ করবে।” জানালেন আইআইটির এক আধিকারিক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুকুল পদ্মনাভন ১৯৮৭সালে এই প্রতিষ্টান থেকে ইলেকট্রনিক ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার মর্কিন যুক্তরাষ্ট্রর ইউনিভর্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ওই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং যুক্তরাষ্ট্রকেই তাঁর কর্মক্ষেত্র হিসাবে বেছে নেন। ভারতীয় মার্গ সঙ্গীতের প্রতি তাঁর অনুরাগ একটুও কমেনি পেশাগত কারনে। লস এঞ্জেলেসে তিনি প্রতিষ্টা করেন ‘গুরু ক্রুপা ফাউণ্ডেশন’ যা নিউইয়র্ক নির্ভর মার্গ সঙ্গীত চর্চা কেন্দ্র।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন,” ভারতীয় সমাজ জীবনে মার্গ ও লোক সঙ্গীতের প্রভাব অপরিসীম। একটি সামগ্রিক জনজাতির অন্তরাত্মা এটি। যার অনুপস্থিতিতে সমাজ ভুল পথে পরিচালিত হতে পারে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আইআইটি সুত্রে জানা গেছে, পদ্মনাভনের এই অনুদান দিয়ে একটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহ গড়ে তোলা হবে যেখানে সম্পুর্ন আধুনিক শব্দানুসঙ্গের প্রয়োগ ঘটানো হবে। 

RELATED ARTICLES

Most Popular