নিউজ ডেস্ক: ক্ষুধা পেটে জীবনের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তা নিয়ে আফসোসের শেষ থাকে না। অর্থাৎ সব ক্ষেত্রে আপনার এই সিদ্ধান্তটি সঠিক নাও হতে পারে।
সম্প্রতি এই সংক্রান্ত এক বিশেষ গবেষণা করা হয়েছিল।এতে যারা অংশ নিয়েছিল তাদেরকে প্রথমে দু’ভাগ করা হয়। এক দলকে একবার ভরা পেটে, পরের বার খালি পেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়।
এই সমীক্ষা থেকে দেখা যায়, খালি পেটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক ভালো মন্দ খেয়াল রেখে তারা সিদ্ধান্ত নেন। সব ক্ষেত্রে সেই সিদ্ধান্ত ভালো বা ঠিক নাও হতে পারে। পেট ভরা থাকলে তারা তখন ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের কথা চিন্তা করতে পারেন। তাই সেই কথা মাথায় রেখে তারপর তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি আর পরিবর্তনের প্রয়োজন হয়নি।
এক বিশেষজ্ঞ বলেন যে, বড় হোক বা ছোট সিদ্ধান্ত, খালি পেটে বা ক্ষুধার্ত অবস্থায় তা নিলে সেই সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের খুব খিদে পেলে আমরা অনেক সময় সামনে সুপারমার্কেট দেখতে পেলে ভালো বা মন্দ না ভেবেই সেখান থেকে খাবার কিনে ফেলি। খাবার পচা হোক বা বাসি তা ভাবি না।’