নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকে পাশ করেছিল ১০০%ই। খানিকটা কমে উচ্চমাধ্যমিকে সেটা দাঁড়ালো ৯৭.৬৯ শতাংশে। বৃহস্পতিবার সূচি মেনেই ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরুনোর পর দেখা গেছে প্রথম দশে রয়েছেন ৮৬ জন পড়ুয়া। ৪৯৯ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মুর্শিদাবাদের এক সংখ্যালঘু পরিবারের ছাত্রী রুমানা সুলতানা।
কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান দখল করেছিলেন। দু’বছর আগে জীবনের প্রথম বড় পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়েছিলেন। তার পর ওই স্কুলে ভর্তি হয়েছিলেন বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান পড়তেই ভালবাসেন রুমানা। রুমানার বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন শিক্ষিকা। করোনা পর্বের মধ্যেই মেয়ের এই সাফল্যে খুশি গোটা পরিবার। রুমানার সাফল্যে উৎফুল্ল তাঁর শিক্ষক, শিক্ষিকা এবং প্রতিবেশীরা।
তবে কোনও মেধা তালিকা প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক সংসদ। এবার করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণ করা হয়েছিল। তারই ভিত্তিতে এই ফলপ্রকাশ করা হল।
কী সেই বিকল্প পদ্ধতি? উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে তিন ধাপে নম্বর দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরাই যেহেতু এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, তাই তাদের মাধ্যমিকের ফলাফল থেকে কিছু নম্বর যোগ করা হয়েছে। সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, মাধ্যমিকে যে চারটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর রয়েছে, তা বেছে নম্বর যোগ করে, তার ৪০ শতাংশ নম্বর নেওয়া হয়েছে। মার্কশিটে নির্দিষ্ট বিষয়ের প্রথম ধাপের নম্বর সেটাই। এই নম্বর প্রতিটি বিষয়ের ক্ষেত্রে একই থাকবে। অর্থাৎ ধাপ A’র নম্বর স্থায়ী।