Homeএখন খবরআগামী ১২দিনেই শেষ করুন উচ্চ মাধ্যমিককের খাতা, জানিয়ে দিল সংসদ

আগামী ১২দিনেই শেষ করুন উচ্চ মাধ্যমিককের খাতা, জানিয়ে দিল সংসদ

নিজস্ব সংবাদদাতা: সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যেতে পারে আর তার মধ্যেই উচ্চ মাধ্যমিকের হয়ে যাওয়া পরীক্ষাগুলির খাতা দেখার কাজ শেষ করতে পরীক্ষকদের নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের নির্দেশ ২০-২৫ দিন নয়, ১০ থেকে ১২দিনের মধ্যে শেষ করে ফেলুন উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ। জানা গেছে তিনটি পরীক্ষা এখনও বাকি থাকলেও। যে বিষয়গুলির পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেগুলির মূল্যায়নে গতি আনতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর তাই ২০ বা ২৫ দিন নয়, উত্তরপত্র পাওয়ার ১০ থেকে ১২ দিনের মধ্যেই খাতা দেখে মূল্যায়ন প্রক্রিয়া শেষ করতে হবে মূল্যায়নকারী শিক্ষকদের। বুধবার এমনই নির্দেশ এসেছে প্রধান পরীক্ষক ও মূল্যায়নকারী শিক্ষকদের কাছে।

পাশাপাশি প্রধান পরীক্ষকদের সুবিধা করে দিয়ে বলা হয়েছে খাতা সংগ্ৰহ করতে তাঁদের কোথাও যেতে হবেনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকেই প্রধান পরীক্ষকদের বাড়িতে বাড়িতে উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। নির্দেশিকাতে বলা হয়েছে, প্রধান পরীক্ষকদের কাছ থেকে মূল্যায়নকারী শিক্ষকদের উত্তরপত্র দ্রুত সংগ্রহ করতে হবে।উত্তর পত্র সংগ্রহ করার জন্য গণপরিবহন বা নিজেদের গাড়ি ব্যবহার করেই নিতে হবে বলে নির্দেশিকায় জানিয়েছে সংসদ। সংসদের তরফের নির্দেশিকায় এও বলা হয়েছে খুবই কম সময়ের মধ্যে খাতা মূল্যায়ন করার পাশাপাশি স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ করে নম্বর পাঠাতে হবে।

এরই পাশাপাশি খাতা যাঁরা দেখবেন সেই মূল্যায়নকারী শিক্ষকদের জন্য নির্দেশিকায় বলা হয়েছে প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তর পত্র সংগ্রহ করতে আসলেও নম্বর জমা দিতে সশরীরে প্রধান পরীক্ষকদের কাছে আসতে হবে না। সংসদের তরফে দেওয়া নির্দেশে জানানো হয়েছে, প্রধান পরীক্ষকদের কাছে ই-মেল বা কুরিয়ার মারফত খাতা পিছু নম্বর পাঠাতে হবে । এ বিষয়ে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছেন ” শিক্ষকদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য এই পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে। আমরা আশা রাখছি, রাজ্যের শিক্ষকরা বিশেষত যারা উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন এর সঙ্গে যুক্ত রয়েছেন তারা আমাদের সহযোগিতা করবেন।”

সাধারণত প্রত্যেক বছর জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করে। কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউনের ফলে অনেকটাই পিছিয়ে গেছে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের প্রক্রিয়া। এখনও পর্যন্ত তিন দিনের উচ্চমাধ্যমিকের পরীক্ষা বাকি রয়েছে। সেই পরীক্ষাগুলি জুন মাসে নেওয়া হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরীক্ষা বাকি থাকলেও যে বিষয়গুলির ইতিমধ্যেই পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে সেগুলির মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।লকডাউনের জেরে সংসদের তরফে উত্তর পত্র সংগ্রহ করা সম্ভব হয়নি।

ইতিমধ্যেই বিভিন্ন ট্রেজারি,পোস্ট অফিস, থানা থেকে সংসদের আধিকারিকরা উত্তরপত্র সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছে। এবার সংগ্রহ করে উত্তরপত্র প্রধান পরীক্ষকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে খুব সম্ভবত মে মাসের তৃতীয় সপ্তাহের শেষেই মাধ্যমিকের ফল প্রকাশ করে দেবেন সরকার। জুনে স্কুল খোলার পরই উচ্চ মাধ্যমিকের বকেয়া পরীক্ষা শেষ করে ওই মাসের শেষে অথবা জুলাইয়ের প্রথমে ফল প্রকাশ করার লক্ষ্যেই এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে সংসদে।

RELATED ARTICLES

Most Popular