Homeএখন খবরকেন্দ্রীয় বোর্ডের পথেই রাজ্য, বাতিল উচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষা, নির্ধারিত মূল্যায়ন বিধি মেনেই...

কেন্দ্রীয় বোর্ডের পথেই রাজ্য, বাতিল উচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষা, নির্ধারিত মূল্যায়ন বিধি মেনেই জুলাইয়ে ফল প্রকাশ

নিজস্ব সংবাদদাতা: টালমাটাল পরিস্থিতি ছিলই, বকেয়া পরীক্ষাগুলি কোথায় কিভাবে করা যায় তাই নিয়ে চলছিল নানা ভাবনা। হোম সেন্টার নাকি পরীক্ষার্থীর বাড়ির কাছে সেন্টার ইত্যাদি নানা জটিলতার মধ্যেই বৃহস্পতিবার চলে এসেছিল সুপ্রিমকোর্টের আদেশ। যে আদেশ বলে বাতিল করা হয়েছে কেন্দ্ৰীয় দুটি শিক্ষা বোর্ড সিবিএসসি আর আইসিএসসির বোর্ড পরীক্ষা। সেই পথেই হেঁটে শেষ অবধি উচ্চমাধ্যমিকের বাকি তিনদিনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ৷

শুক্রবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এর আগে করোনা ভাইরাসের জেরে মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ নতুন করে সূচি জারি করে ২,৬ এবং ৮ জুলাই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়া হবে বলে এর আগে জানানো হয়েছিল ৷কেন্দ্রীয় বোর্ডের পথে হেঁটে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে উচ্চমাধ্যমিকের বাকি তিনদিনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ অতএব,  ২,৬ ও ৮ জুলাই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হচ্ছে না ৷ ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷

তবে করোনাভাইরাস লকডাউনের কারণে বাকি থেকে যাওয়া পরীক্ষাগুলির মূল্যায়ন কিভাবে হবে তাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ এক্ষেত্রে বিশেষ নম্বর বিধি নেওয়া হবে ৷সর্ব্বোচ্চ নম্বর ধরে হবে মূল্যায়ন ৷ অর্থাৎ পরীক্ষার্থীরা যে বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন হয়ে যাওয়া পরীক্ষায় বাতিল পরীক্ষাগুলির ক্ষেত্রে সেই নম্বর ধরা হবে। তবে ভাষাপত্রের নম্বর গ্রাহ্য হবে নাকি বিষয় ভিত্তিক পত্র তা এখনও জানা যায়নি। এই নম্বর বিধিতে কোনও পড়ুয়া সন্তুষ্ট না হলে ৩১ জুলাইয়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে বাকি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তারা৷

বৃহস্পতিবারই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ পয়লা জুলাই থেকে ১৫ জুলাই বাতিল করা হচ্ছে বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও সিবিএসসি৷ একই পথে হেঁটেছিল আইসিএসসিও। আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, উচ্চমাধ্যমিক নিয়ে রাজ্যের তরফে সুরক্ষা সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ ৷ তবে পরীক্ষা নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় বোর্ড ও সুপ্রিম কোর্টের তরফে কি নির্দেশ দেওয়া হয় সেই দিকে নজর রেখেছে রাজ্য ৷

RELATED ARTICLES

Most Popular