নিজস্ব সংবাদদাতা : রেক পরিবর্তন হচ্ছে ১২২৪৫ নম্বর হাওড়া যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের। পুরোনো হাইব্রিড এলএইচবি রেকের পরিবর্তে সম্পুর্ন এলএইচবি রেক পাচ্ছে দক্ষিণ পূর্ব রেলের এই দুরন্ত এক্সপ্রেসটি। এমনিতেই ব্যাঙ্গালোর যাওয়ার জন্য এই ট্রেনটি যাত্রীদের কাছে খুব জনপ্রিয়। এরপর নতুন রেক পেলে এতে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলেই রেল সূত্রে খবর।
এক নজরে দেখে নেওয়া যাক কি কি নতুন থাকছে এই রেকে-
৹ প্ৰতিটি কোচে অগ্নিনির্বাপক ব্যবস্থা
৹প্রতিটি এসি কোচে আগুন লাগার এলার্ম এবং স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা।
৹ ফিয়াট বগি, যার ফলে ঝাঁকুনি বিহীন ভ্রমনের আনন্দ পাবেন যাত্রীরা।
৹ স্বয়ংক্রিয় ট্যাপের সাথে মডিউলার বেশিন। যারফলে জল অপচয় কম হবে।
৹ অত্যাধুনিক বায়ো টয়লেট।
৹ অতিরিক্ত আসন সংখ্যা।
রেল সূত্রে খবর আগামী কাল থেকেই হাওড়া থেকে নতুন রেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। যাত্রী স্বচ্ছন্দ এবং অতিরিক্ত নিরাপদ যাত্রার স্বার্থে ভারতীয় রেল ধীরে ধীরে সমস্ত ট্রেনেই এলএইচবি কোচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আসন সংখ্যা বাড়ার ফলে আসন বিন্যাসে পরিবর্তন হতে পারে, তাই আপনি যদি এই ট্রেনে যাত্রা করছেন অবশ্যই চার্ট বা পিএনআর স্টেটাস দেখে ট্রেনে উঠবেন।