Homeএখন খবরএবার চালু হচ্ছে পুরুলিয়া এক্সপ্রেস, চলবে স্পেশাল ট্রেন হিসাবেই! দেখে নিন টাইম...

এবার চালু হচ্ছে পুরুলিয়া এক্সপ্রেস, চলবে স্পেশাল ট্রেন হিসাবেই! দেখে নিন টাইম টেবিল

অভিনন্দন রানা : এতদিন লোকাল ট্রেনের চাকা গড়ালেও বন্ধ ছিল শহরতলির বাইরের ট্রেন। পূর্ব রেল নন সাবার্বান শাখায় ট্রেন চালু হলেও দক্ষিন পূর্বে মেদিনীপুর পর্যন্তই আটকে ছিল ট্রেনের চাকা। পুরুলিয়া অবধি কোনো ট্রেন চালু হয়নি। তবে মেদিনীপুর পুরুলিয়া শাখার যাত্রীদের স্বস্তি দিয়ে চালু হতে চলেছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস।
দ্য খড়গপুর পোষ্ট কয়েকদিন আগেই বলেছিল যে লোকাল ট্রেন গুলির পর ধিরে ধিরে দক্ষিণ পূর্ব রেল প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন গুলি চালু করতে চলেছে। বিশেষ করে পুরুলিয়া এক্সপ্রেসের চাহিদা ছিল খুবই বেশি। তাই প্রাথমিক ভাবে পুরুলিয়া এক্সপ্রেস চালু করার পথে রেল।

যদিও এখুনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেনি রেল। তবে দ্য খড়গপুর পোষ্ট বিশেষ সূত্রে জানতে পেরেছে আগামী ১৪ই ডিসেম্বর, সোমবার থেকে চাকা গড়াবে পুরুলিয়ার। তবে অন্যান্য এক্সপ্রেসের মতোই এটিও স্পেশাল ট্রেন হিসেবেই চলবে।ফলে অগ্রিম রিজার্ভেশন ছাড়া এই ট্রেনে ওঠা যাবেনা। সাধারণ কামরা গুলিও সাধারণ দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার হিসেবে চলবে।

এই ঘোষনায় যাত্রীদের আপাত স্বস্তি দিলেও কিছুটা অসন্তোষের কারণও রয়েছে। ট্রেনটি আপাতত স্পেশাল ট্রেন হিসেবে চলবে ফলে এক্সপ্রেস থাকা কালীন যে সব সুযোগ সুবিধা পাওয়া যেত তার অনেকটাই পাওয়া যাবেনা। যেমন কোনোরকম কনসেসন ভাড়া প্রযোজ্য হবেনা। পাশাপাশি অসংরক্ষিত টিকিট কেটেও যাত্রীরা ট্রেনে চাপতে পারবেন না। ফলে হঠাৎ কারো প্রয়োজন পড়লেও ট্রেনে যাতায়াত সম্ভব হবেনা। অন্যদিকে প্রতিদিন বহু সরকারি কর্মচারী সহ প্রচুর ডেলি প্যাসেঞ্জার এই ট্রেনে যাতায়াত করতেন। তাঁরা মূলত মান্থলি টিকিট কেটেই যাতায়াত করতেন। এর ফলে তাঁদেরও লড়াই তিনগুন খরচ করতে হবে। তার সাথে সামান্য দুরত্বেই অতিরিক্ত রিজার্ভেশন চার্জ দিতে হবে।

যদিও এই গাড়িটি চালু হওয়ায় বিশাল সংখ্যক সরকারি বেসরকারি কর্মী উপকৃত হবেন। বৃহৎ দূরত্বে চাকরি করতে যাওয়ার ক্ষেত্রে পুরুলিয়া এক্সপ্রেসের মত নির্ভরযোগ্য ট্রেন এই শাখায় দ্বিতীয় নেই। অনেকেরই যাওয়া এবং আসার জন্য এই ট্রেনকেই ব্যবহার করেন। এঁদের অনেককেই অনেক বেশি টাকা খরচ করে প্রাইভেট ভাড়া করে শেয়ারে যাতায়ত করেও বহু মূল্য চোকাতে হচ্ছে। পুরুলিয়া স্পেশাল হিসাবে চললেও সেই ভাড়ার তুলনায় এখানে খরচের অনেকটাই সাশ্রয় হবে। যে কারনে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

দেখে নিন পুরুলিয়া থেকে হাওড়ার পথে এবং হাওড়া থেকে পুরুলিয়ার পথে কোন কোন স্টেশনে কখন ছাড়বে ট্রেনটি। তার আগেই পৌঁছে যান আপনার স্টেশনে।

 

RELATED ARTICLES

Most Popular