নিউজ ডেস্ক: জীবনে সুষ্ঠ ভাবে বাঁচতে গেলে অর্থ, সোনা-দানা, সম্পত্তি এসব প্রয়োজন। আর সোনা-দানা বলুন বা টাকা-পয়সার নিরাপত্তাও আমাদের সকলের কাছেই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও এগুলো যে কেবল বৈভব, তা নয়, সোনা ও অর্থের প্রয়োজনীয়তা দুঃসময়েও কাজে আসে। তাই অর্থ আর মহামূল্যবান গয়নাকে লকারে সযত্নে তুলে রাখা হয়। কীভাবে সুরক্ষিত রাখা যায় সেই লকারকে, বাস্তুশাস্ত্র জানাচ্ছে সেই সম্পর্কিত কিছু নিয়ম।
যে ঘরে লকার থাকবে, তার দরজা যেন ‘শাটার ডোর’ হয়। এমনই পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের। এই ঘরটির দরজা উত্তর বা পূর্বদিকে হওয়া প্রয়োজন। দক্ষিণ দিকের কোনও অংশে এই বিশেষ ঘরটির দরজা হওয়া উচিৎ নয়। সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তু শাস্ত্রবিদরা।
বাড়ীর কোনদিকে লকার রাখবেন , তা নিয়েও রয়েছে বেশ কয়েকটি টিপস। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, বাড়ীর লকার বা আলমারি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, বা দক্ষিণ-পূর্বে রাখা শুভ। এতে ঘরে বাস করা ব্যক্তিদের জীবনও সুখকর হয়।
যে ঘরে লকার রাখবেন , তার রং হলুদ হওয়া বাঞ্ছনীয় । এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তু শাস্ত্রবিদদরা। এমনকি লকারের রঙ বা আলমারির রঙ হলুদ ঘেঁসা হলে, তাও পরিবারের পক্ষে মঙ্গলজনক বলে দাবী শাস্ত্রজ্ঞদের।
এছাড়াও ঘরের দেওয়াল ও আলমারির মাঝে কিছুটা গ্যাপ রাখা উচিৎ বলেই বাস্তু শাস্ত্রবিদেরা মনে করেন।
বাস্তু শাস্ত্রবিদদের এইসব পরামর্শগুলো মেনে চললে সুরক্ষিত থাকবে আপনার লকার। আর সুখ সমৃদ্ধি আসবে জীবনে।