নিজস্ব সংবাদদাতা: এ যাবৎকালের সমস্ত রেকর্ড ভাঙল খড়গপুর মেদিনীপুর। গত ২৪ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৫৪ মিলিমিটার! যা এই এলাকায় যা গত দু’দশকেও একদিনের বৃষ্টির রেকর্ডকে ভেঙে দিয়েছে। বৃষ্টির এই পরিমাপ সংগ্ৰহ করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যানের বৃষ্টি পরিমাপক যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের এক গণিত অধ্যাপক জানিয়েছেন, গত ২০বছর কাজ করছি আবহাওয়া নিয়ে। আমার এই কর্মজীবনে একদিনে এত বৃষ্টি দেখেছি বলে মনে করতে পারছিনা। যদিও বিপদ এখানেই থেমে থাকছেনা খড়গপুর মেদিনীপুরের। মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতই আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আর গত ২৪ ঘন্টায় যা ছিল কমলা সতর্কতা তা বদলে গেছে লাল সতর্কতায়।
আগামী ১৪ঘন্টা আরও ভয়াবহ বর্ষণের সম্ভবনা রয়েছে খড়গপুর ও মেদিনীপুরে যার প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে আবার যে বৃষ্টি শুরু হয়েছে মনে করা হচ্ছে সেটাই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যা ক্রমশ পশ্চিমে সরতে সরতে খড়গপুর, ঝাড়গ্রাম হয়ে ঝাড়খন্ড অভিমুখে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর তথা ভারতীয় আবহওয়া দপ্তর (IMD) বৃহস্পতিবার জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশ উপকূলের ওপরে অবস্থান করছে সুষ্পষ্ট নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ওপর থেকে এখন পশ্চিমে সরছে এই নিম্নচাপ।
হওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ থেকে বেরিয়ে পশ্চিম বাংলা হয়ে নিম্নচাপ পৌঁছবে বিহার-ঝাড়খণ্ডে। আর এই পথটি হচ্ছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর। ফলে এর প্রভাবে জেলাগুলোতে ভারী ও অতিভারী বৃষ্টি চলবে। সমুদ্র সংলগ্ন জেলাগুলোতেও প্রভাব অনেকটা বেশি থাকবে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের মতে আগামী আরও ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব থাকবে। যার অর্থ বৃষ্টির সম্ভবনা থাকছে শনিবার অবধি। কিন্তু বৃষ্টির সর্বাধিক প্রভাব পড়বে শুক্রবার সকাল অবধি। আর সেই মত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৯টা অবধি লাল সতর্কতা থাকছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকাতে। আবহাওয়াবিদরা খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম- এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল অবধি। যদিও বৃষ্টি চলতে পারে আরও একদিন পেরিয়ে শনিবার পর্যন্ত। তাই জেলাগুলোয় বেশি বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে ভারী বৃষ্টি হবে দুই বর্ধমান ও নদিয়াতে। উল্লেখ্য বুধবার বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা ছিল পশ্চিমবঙ্গ সন্নিহিত অঞ্চলের নিম্নচাপ যার সঙ্গে এখন বাংলাদেশের ওপর সৃষ্টি হওয়া উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ। উল্লেখ্য এর আগে খড়গপুর ও মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা ও ঝাড়গ্রামের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এদিকে রাতভরের বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে খড়গপুর মেদিনীপুর। এরপরেও আরও বৃষ্টি হলে কী হতে পারে তা ভেবে আতঙ্কিত শহরের বাসিন্দারা। ছবি সুভাষ লাল