নিজস্ব সংবাদদাতা: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাই, ভাইয়ের স্ত্রী আর ১০ বছরের সন্তানকে কুপিয়ে খুনের চেষ্টার আভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসিদের রোষের মুখে সপরিবারে পলাতক দাদা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানা এলাকার হলদিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অধিন ভগবন্তপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল গোকুল হালদার ও তাঁর ভাই নারায়নের মধ্যে। এ নিয়ে মাঝে মধ্যেই দুজনের মধ্যেই গন্ডগোল হত। গতকাল রাতেই সেই বচসা চুড়ান্ত রূপ নেয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আহত নারায়ণ হালদারের অভিযোগ যে কথা কাটাকাটির সময় তার বড় ভাই গোকুল হালদার এস এবং কাটারি নিয়ে এসে তাকে এবং তার স্ত্রী ছেলে সবাইকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তিনজন। তাঁদের আর্ত চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশিরা। তাঁরাই আহত তিনজনকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই তিনজন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নারায়ন ও তাঁর সন্তানের মাথায় এবং স্ত্রীর হাতে গুরুতর ক্ষত হয়েছে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে দুর্গাচক থানার পুলিশ। গ্রামবাসীরাও ক্ষেপে গিয়ে গোকুল হালদারের বাড়িতে চড়াও হয় এবং তার বাড়িতে দরজায় চাবি লাগিয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা রয়েছে। গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন কোনও ভাবেই ঘরে ঢুকতে দেবেননা অভিযুক্তকে।