ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে বড়ো ব্যঙ্ক এস বি আই তাদের গ্ৰাহকদে স্বার্থে সমস্ত এটিএম পরিষেবা তাদের যে দৌনিক লিমিট থাকত সেই লিমিটকে তারা ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখছে।
সাধারনত আমারা সবাই জানি এস বি আই তাদের সমস্ত গ্রাহকদের মাসে ৮ টি ট্রানজেকশন ফ্রিতে দিয়ে থাকে যার মধ্যে পাঁচটি তাদের নিজেদের ব্যাংকের এটিএম এবং বাকি তিনটি অন্য ব্যাংকের এটিএমে ব্যবহার করার জন্য এবার থেকে তারা এই নিয়ম রাখছে না তারা ৩০ শে জুন পর্যন্ত তাদের এটিএম গুলিতে বাড়তি ট্রানজেকশনের কোন চার্জ কাটবে না বলে জানিয়েছে। সাধারণত একটি ট্রানজেকশন এরপর ব্যাংক প্রতি ট্রানজেকশনের ২০ টাকা করে কেটে নিতো এবার ৩০ জুন পর্যন্ত কোন চার্জ কাটবে না এস বি আই।
গত মাসে একটি সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সমস্ত ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে ছাড় দিতে বলেছিলেন। সেইমতো এস বি আই তাদের সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে এই লিমিটটি ৩০ জুন পর্যন্ত বন্ধ রেখেছে
যেহেতু লকডাউন চলছে তাই সমস্ত পরিষেবায় প্রায় বন্ধ তাই গ্রাহকদের একাউন্ট থেকে টাকা তুলতে যাতে কোন অসুবিধায় পড়তে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে এস বি আই।