নিউজ ডেস্ক; শিলিগুড়ি:বিশ্বজুড়ে জিমেল ইউটিউব পরিষেবা বন্ধ থাকায় শোরগোল পড়ে যায়।সপ্তাহের প্রথমদিন এমন ঘটনায় ব্যাহত হয় অফিসের কাজ।টুইটারে ক্ষোভ উগড়ে দেন ইউজারসরা।
ভারতীয় সময় সোমবার বিকেল ৫:২৫ নাগাদ হঠাৎ এই গন্ডগোল দেখা দেয়। আচমকাই দেখা যায় বিপর্যস্ত হয়েছে জিমেল, ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ডক, প্লে স্টোর, গুগল মিট, গুগল ম্যাপ, হ্যাং আউট-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। এদিন কিছুক্ষণের জন্য একেবারে খুলছিলনা সাইটগুলো।
কেন এমন বিপর্যয়? এই প্রসঙ্গে গুগলের তরফে জানানো হয়েছে, তাদের গ্লোবাল সার্ভার ক্র্যাশ করার জন্যই একসঙ্গে এতগুলো পরিষেবাগুলো আচমকা স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানেকের জন্য পরিষেবা বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা নাগাদ স্বাভাবিক হয় পরিস্থিতি।
সপ্তাহের প্রথম দিন এভাবে পরিষেবা বিঘ্ন হওয়ায় সমস্যায় পড়েছিলেন ইউজাররা। মুহূর্তের মধ্যে অসংখ্য অভিযোগ জমা পড়ে জিমেল, গুগল, ইউটিউবের কাছে। সব তরফেই জানানো হয়েছিলএকটা সমস্যা হয়েছে। তবে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চলছে।
মোবাইল থেকে কিছু কাজ করা যাচ্ছিল,কিন্তু কম্পিউটার থেকে একেবারে কিছু করা যাচ্ছিল না। প্রায় ৪৫ মিনিট টানা শাটডাউন হয়ে গিয়েছিল গুগলের বিভিন্ন পরিষেবা। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। টুইটারে এই শাট ডাউন পরিস্থিতি গুগল ডাউন হিসাবে পরিচয় পেয়েছে। তবে এই
বিপর্যয় এক ভয়ংকর শিক্ষা বিশ্ববাসীর কাছে। একটি প্রতিষ্ঠানের আধিপত্য থাকলে বিশ্ব যে রাতারাতি অন্ধকারে চলে যেতে পারে তার প্রমান পাওয়া গেছে। বিশ্বজুড়ে কয়েক কোটি সেমিনার, ব্যবসায়িক পরিষেবা এবং ব্যক্তিগত যোগাযোগ আজ স্তব্ধ হয়ে গেছে। বহু প্রতিষ্ঠান লক্ষ লক্ষ ডলার লোকসান করেছে।