ক্রেনে করে দাঁড়িতে তোলা হচ্ছে মাছ, সেলফি তুলতে হুড়োহুড়ি |
নিজস্ব সংবাদদাতা: ক্রেনে করে ওজনের কাঁটায় তুলতেই নড়বড় করে উঠল কাঁটা। তড়িঘড়ি মাছ নামিয়ে ফেলা হল পাল্লা থেকে, পাল্লাদার চেঁচিয়ে বলে উঠলেন ৯০০ কেজি। হ্যাঁ, দিঘার মোহনা বাজারে সোমবার এই ৯০০কেজির পেল্লাই শংকর মাছ উঠেছে খবর পেয়েই ভিড় জমালেন পর্যটকরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৎসজীবীরা জানিয়েছেন গভীর সমুদ্রের বাসিন্দা এই পেল্লাই সাইজের শংকর মাছকে স্থানীয়ভাবে তাঁরা চিলশংকর মাছ বলে থাকেন। দিঘা ফিশারমেন এন্ড ফিস ট্রেডার্স এ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
”সাধারনভাবে আমাদের মৎস্যজীবীরা ৬০ থেকে ৭০ কিলোমিটার সমুদ্রের ভেতরে চলে যান। সেখানেই ধরা পড়েছিল মাছটি। শুনেছি জাল টেনে ট্রলারে তুলতে হিমসিম খেতে হয়েছিল মৎসজীবিদের। সোমবার মোহনা বাজারে ১৯হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি অর্থাৎ প্রতি কিলো প্রায় ২০০টাকা পাওয়া গেছে।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে মোহনা বাজারে এতবড় মাছের খবরে হোটেল গুলি থেকে ছুটে ছুটে পর্যটকরা আসতে থাকে মাছটি দেখার জন্য। শুরু হয়ে যায় সেলফি তোলার হুড়োহুড়ি।