Homeএখন খবরফের উদ্ধার বিজেপি কর্মীর দেহ, বিজেপি কর্মীর খুনের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুললো...

ফের উদ্ধার বিজেপি কর্মীর দেহ, বিজেপি কর্মীর খুনের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুললো গেরুয়া শিবির

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক বিজেপি কর্মীর দেহ। সোমবার দূর্গাপুর থেকে ফের উদ্ধার হল আরও এক বিজেপি কর্মীর দেহ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকায়। এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত স্বরূপ শো, সোমবার সকালে দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকায় একটি মাঠে স্থানীয় বাসিন্দারা তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

এদিকে দেহটি হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। তাদের অভিযোগ এই ঘটনায় তৃণমূলের যোগসাজশ রয়েছে। তারাই খুন করেছে স্বরূপ শো কে। জানা গিয়েছে, স্বরূপ শো নামে ওই যুবক দুর্গাপুরের পারুলিয়ার বাসিন্দা। তিনি গেরুয়া যুব মোর্চার সক্রিয় সদস্য ছিলেন। এদিন এই ঘটনার পর দুর্গাপুরের বিজেপি–র যুব মোর্চার প্রাক্তন সভাপতি তুষারকান্তি ঘোষ টুইট বার্তায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিজেপির সক্রিয় সদস্য স্বরূপ শো-কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তৃণমূলের গুন্ডাবাহিনী।

এদিন তুষারকান্তিবাবু বলেন, “তৃণমূলের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা অব্যাহত।” তবে শুধুমাত্র তুষারকান্তি ঘোষ নয়‌ একই অভিযোগ তুলেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তও। দলীয় কর্মী খুনের ঘটনায় এদিন তিনিও শাসকদলকেই কাঠগড়ায় তুলেছেন। এদিকে, এই ঘটনার প্রতিবাদে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে স্থানীয় বিজেপি কর্মী–সমর্থকরা। তাঁদের দাবি, এর আগে একাধিক দলীয় কর্মীকে খুন করেছে শাসকদল। স্বরূপ শোকেও খুন করা হয়েছে। ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানিয়ে হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান গেরুয়া বাহিনী।

RELATED ARTICLES

Most Popular