Homeএখন খবরদেখভালের জন্য বাড়িতে থাকবেন ৩ জন চিকিৎসক; এছাড়াও একাধিক বিধি নিষেধ সহ...

দেখভালের জন্য বাড়িতে থাকবেন ৩ জন চিকিৎসক; এছাড়াও একাধিক বিধি নিষেধ সহ সস্ত্রীক বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

নিউজ ডেস্ক: করোনাকে হারিয়ে সস্ত্রীক বাড়িতে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার সিআইটি রোডের একটি বেসরকারি নার্সিংহোম থেকে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পূর্ব কলকাতার ওই নার্সিংহোমে সস্ত্রীক ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর, আপাতত সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অ্যান্টিবডি রিপোর্ট স্বাভাবিক রয়েছে। খাওয়াদাওয়াও স্বাভাবিক করছেন। বাইপ্যাপ সাপোর্ট লাগছে না। তবে বাড়িতে ফিরলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিকিৎসকের নজরদারিতে থাকতে হবে।

গত ১৮ মে করোনা সংক্রমণ ধরা পড়ে বুদ্ধবাবুর। এর পর বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। গত ২৫ মে পরিস্থিতির অবনতি হলে তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ৩১ শে মে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে তাঁর অক্সিজেন লেবেলও ঠিকঠাক রয়েছে এবং শ্বাসকষ্টজনিত সমস্যাও নেই। তাই সাত চিকিৎসকের মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেন হাসপাতাল থেকে ছুটি দেওয়ার। ২ জুন সেখান থেকে ছুটি পান তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে থাকতে হয় সেফ হোমে।

চিকিৎসকরা সেইসময় জানান, করোনা যুদ্ধে, তিনি সুস্থ হয়ে ওঠায় তারাও খুব খুশি হয়েছেন। যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আনা হয়, তখন তিনি খুবই অসুস্থ ছিলেন, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন। এই যুদ্ধে জয়ী হতে বুদ্ধদেব ভট্টাচার্যও যথেষ্ট উদ্যোমী ছিলেন এবং তিনি যেহেতু মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করেছেন, তাই তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করবেন এমনটা কখনই তিনি চাননি, বলেই জানান তাঁর চিকিৎসক।

চিকিৎসকেরা আরও জানান, দলের তরফ থেকে ওনাকে বর্তমানে সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। যাতে ওনার দেখাশোনায় কোনও ঘাটতি না থেকে যায়। কারণ বাড়িতে যিনি তাঁকে দেখাশোনা করেন, সেই তপন বাবুও করোনা আক্রান্ত। সেইসঙ্গেই দলের তরফে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে, যাতে করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোভিড পরবর্তী কোনও সমস্যা দেখা দিলেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়। কলকাতার সিআইটি রোডের ধারে একটি নার্সিং হোমে আইসোলেশনে ছিলেন তিনি। বুধবার সেখান থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব।

বুদ্ধবাবুর সঙ্গে আইসোলেশনে ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। বুধবার বিশেষ ICU অ্যাম্বুল্যান্সে তাঁরা বাড়ি ফেরেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে তাঁর। তবে তাঁকে কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়মিত করতে হবে ব্যায়াম। বাড়িতে বুদ্ধ বাবুর শারীরিক দেখভালের জন্য ৩ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তাঁরা নিয়মিত খোঁজ রাখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

RELATED ARTICLES

Most Popular