Homeএখন খবরনিত্যদিনের যন্ত্রনার অবসানে চাই উড়ালপুল, অবস্থান বিক্ষোভে বেলদাবাসি

নিত্যদিনের যন্ত্রনার অবসানে চাই উড়ালপুল, অবস্থান বিক্ষোভে বেলদাবাসি

নিজস্ব সংবাদদাতা: নিত্যদিনের যন্ত্রনার অবসান ও সহজ গতিময় যাত্রা চাই দাবি নিয়ে গন অবস্থান করল বেলদা হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটি ।বেলদা কেশিয়াড়ি মোড়ে, বেলদা থেকে কেশিয়াড়ি গামী রাজ্য সড়কের ওপর বেলদা সংলগ্ন লেবেলক্রসিংয়ের ওপর উড়ালপুল  তৈরি করতে হবে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কারণ বেলদা সহ   আশেপাশের সমগ্র অঞ্চলের প্রায় মানুষের আপৎকালীন পরিষেবার জন্য রয়েছে বেলদা গ্রামীণ হসপিটাল ।যেখানে আর কিছুদিনের মধ্যেই গড়ে উঠতে চলেছে  সুপার স্পেশালিটি হসপিটাল ।বেলদার পাশ দিয়ে  পশ্চিম দিকে খড়গপুর ও পূর্বে ওড়িশা যাওয়ার জন্য রয়েছে  ৬০নম্বর জাতীয় সড়ক ।যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে ।সেই দুর্ঘটনা গ্রস্ত রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই বেলদা গ্রামীণ হসপিটালে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু বেলদা কেশিয়াড়ি মোড় সংলগ্ন রেলগেটটি প্রায় সময় বন্ধ থাকে রেল চলাচলের জন্য । তাই দুর্ঘটনাগ্রস্ত রোগীদেরকে দ্রুত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ।এছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলের গর্ভবতী মায়েদের কে নিয়ে যাবার সময় এই সমস্যার সম্মুখীন হতে হয় ।স্কুলের সময় ছাত্রছাত্রীরা ও শিক্ষকেরা ওই গেটে দীর্ঘ সময় আটকে থাকেন ।ফলে সঠিক সময়ে স্কুল ও অফিসে পৌঁছাতে পারেন না তারা ।

তাই ওই  রেলগেটের ওপরে যাতে উড়ালপুল নির্মাণ হয় এই  দাবি  বহুবার তুলে এসেছে এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীরা।অবশেষে বুধবার বেলদা হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটির পক্ষ থেকে  সেই দাবি তুলে গণ-অবস্থান শুরু করল তারা ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সূত্রের খবর যে পরিমাণ লোকের প্রতিনিয়ত যাতায়াতের ওপর নির্ভর করে এই ওভারব্রিজ গুলি গড়ে তোলা হয় , সেই সংখ্যা অনেক আগেই পেরিয়েছে ।তবে কেন তা এখনো গড়ে ওঠেনি তার সঠিক কারন জানেন না কেউ ।আজকের এই গণঅবস্থানের ফলে এর সঠিক সুরাহা হয় কিনা সেই দিকে তাকিয়ে বেলদাবাসি।

RELATED ARTICLES

Most Popular