Homeএখন খবরমাঝরাতে কলকাতার অভিজাত বস্ত্র বিপনীতে আগুন, এখনও নিয়ন্ত্রনে আসেনি

মাঝরাতে কলকাতার অভিজাত বস্ত্র বিপনীতে আগুন, এখনও নিয়ন্ত্রনে আসেনি

নিজস্ব সংবাদদাতা: আবারও ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হতে চলেছে মহানগরের এক বস্ত্র বিপনী।  মহানগরের পার্ক স্ট্রিটের একটি বিল্ডিংয়ের ওই অভিজাত বস্ত্রবিপনীটি প্রায় পুরোপুরি জ্বলে গেছে বলে জানা গিয়েছে।  ছ’তলা বিল্ডিংয়ের  দু’তলায় একটি বস্ত্র বিপণীতে এদিন রাত ১ টা নাগাদ আগুন লাগে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়রা জানিয়েছেন, খবর পাওয়ার পরে এসে পৌঁছায় দমকলকর্মীরা কিন্তু কাজ শুরু করতে দেরি হওয়ার কারনে আগুন অনেকটাই ছড়িয়ে যেতে সক্ষম হয়। দোকানের প্রায় ৩হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকলকর্মীরা তিনটি সিঁড়ির সাহায্য নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপশি বাইরে থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন। যদিও আগুন জ্বলেই চলেছে। ঠিক কতক্ষনে আগুন নিয়ন্ত্রনে আসবে তা এখুনি বলা যাচ্ছেনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের ডিজি অবশ্য জানিয়েছেন, আগুন এখন অনেকটা কম। ‘এখন সব ক্লিয়ার’ বলে দাবি করেন তিনি। যদিও এখনও গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে বস্ত্র বিপণী থেকে। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রনে আনার । 

RELATED ARTICLES

Most Popular