Homeএখন খবরতমিলনাডু , হরিয়ানার পর পুনে,ফের পাইপের গর্তে শিশু, বাঁচাতে গিয়ে প্রান গেল...

তমিলনাডু , হরিয়ানার পর পুনে,ফের পাইপের গর্তে শিশু, বাঁচাতে গিয়ে প্রান গেল দমকলকর্মীরই

নিজস্ব সংবাদদাতা: নলকূপ কিংবা পাইপ বসানোর জন্য খোঁড়া গভীর গর্তে পড়ে মৃত্যুর সংখ্যা যেন কমতেই চাইছেনা। অসতর্ক হয়ে শিশুদের ওই গর্তে পড়ে মৃত্যু মিছিল চলছিলই। এবার ওই গর্ত থেকে এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রান গেল এক দমকলকর্মীর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত নভেম্বরে তমিলনাডু ও হরিয়ানাতে মৃত্যু  হয়েছিল সুজিত ও শিবানী নামের দুটি শিশুর আর এবার ১৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে কুপের মধ্যে পরে গিয়ে মারা গেলেন এক দমকলকর্মী। রবিবার পুনের একটি জলের পাইপ সারাইয়ের গর্ততে বাচ্চাটি পড়ে যাওয়াতেই এই ঘটনাটি ঘটে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়াও মাটি চাপা পরে যাওয়ায় আরও দুজন সেখানে আটকে পড়েন। বাকি দমকলকর্মীসহ তাদের মধ্যে তিনজনকে বাইরে বের করা হলেও একজন মারা যান।দমকল কর্মী সহ তিনজনকে ওই জায়গা থেকে বার করা গেলেও ওই কর্মী মারা যান। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে এক কর্মী সহ শিশুটি ওই গর্তে এখনও আটকে রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুনের দাপোদি এলাকাতে পাইপ বসানো হচ্ছে সেই জন্য জায়গায় জায়গায় খোঁড়াখুঁড়ি চলছে। বাচ্চাটি কিভাবে পরে গেল তা এখনও জানা যায়নি। আর রাত হয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে বড় ফ্লাডলাইট জ্বালিয়ে উদ্ধারকাজ চলছে। দশটি দমকলের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। পুনের দমকল বিভাগ জানিয়েছে, মৃত দমকলকর্মীর নাম বিশাল যাদব। 

RELATED ARTICLES

Most Popular