ওয়েব ডেস্ক : কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার নিয়ে অনেক জল ঘোলার পর শেষমেশ চলতি মাসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ‘ওপেন বুক’ পদ্ধতিতে ২৪ ঘন্টার মধ্যে উত্তরপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাপদ্ধতি না পসন্দ ইউজিসি-র। সেকারণে ইতিমধ্যেই ইউজিসি কমিশনের তরফে ফাইনাল সেমিস্টারের নিয়ম বদলের জন্য রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। ইউজিসির নির্দেশ অনুযায়ী, পরীক্ষার জন্য কোনোভাবেই পরীক্ষার্থীদের ২৪ ঘন্টা সময় দেওয়া যাবে না। ২থেকে ৩ ঘন্টার মধ্যেই পরীক্ষা নিতে হবে। তবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রশ্ন আপলোড করার পর তা পড়ার জন্য কিছু অতিরিক্ত সময় দেওয়া যেতে পারে। কিন্তু, কোনোভাবেই ২৪ ঘণ্টা সময় দেওয়া যাবে না। ইউজিসির নির্দেশের প্রেক্ষিতেই পরীক্ষা পদ্ধতি বদলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
এদিকে শিক্ষা দফতরের বৈঠকের পর রাজ্য শিক্ষা দফতরের তরফে কলেজগুলির উপাচার্যদের জানানো হয়েছে অক্টোবরেই নেওয়া হবে পরীক্ষা। সে অনুযায়ী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যেই নেওয়া হবে পরীক্ষা। সে অনুযায়ী সপ্তাহ খানেক আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল চূড়ান্ত বর্ষের ফাইনাল সেমিস্টার নিয়ে ইতিমধ্যেই করোনা আবহে যেহেতু বন্ধ কলেজ ও বিশ্ববিদ্যালয়, সেহেতু ছাত্রছাত্রীরা বাড়ি বসেই অনলাইনে ‘ওপেন বুক’ পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে। একইসাথে উত্তর লেখার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় পাবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষার কয়েক মিনিট আগে হোয়াটসঅ্যাপ এবং ই-মেইলে পাঠানো হবে উত্তরপত্র।
জানা গিয়েছে, করোনা আবহে ইউজিসির নির্দেশিকা মেনে পরীক্ষা নিতেই এই ব্যবস্থা করা হয়েছে। একইসাথে জানানো হয়, পুজোর আগেই পরীক্ষা এবং ফল প্রকাশ দুটোই করা হবে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা পদ্ধতি একেবারেই মানতে নারাজ ইউজিসি। আর সে মতোই ইউজিসির নির্দেশ অনুযায়ী ফের নিয়ম বদল করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।