Homeএখন খবরকৃষিজীবি বাংলার বৈচিত্র্যের কাটোয়ার নন্দীগ্রামের মুটপুজো

কৃষিজীবি বাংলার বৈচিত্র্যের কাটোয়ার নন্দীগ্রামের মুটপুজো

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃআজ  বাংলার প্রতিটি কৃষিজীবি পরিবারে মুটপুজো হয়।পূর্ব বর্ধমানের কাটোয়ার বিভিন্ন জায়গার সঙ্গে নন্দীগ্রামেও মুটপুজো হয়। মুটপুজোতে মূলতঃ অংশগ্রহণ করে কৃষিজীবি পরিবারগুলো।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুটপুজোতে কার্তিক সংক্রান্তির ভোরে প্রতিটি কৃষিজীবি পরিবারের একজন সদস্য স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তাদের ধানের জমিতে হাজির হয়।ওই সদস্যটি সঙ্গে নিয়ে যায় একটি কাস্তে,সুপারি,সন্দেশ,দুর্বাঘাস,একটি ধূপকাঠি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা যায়,যে জমিতে নবান্নের জন্য ধান লাগানো হয় সেই জমির ঈশান কোণে কৃষিজীবি পরিবারের ওই সদস্যটি হাজির হয়ে আড়াই গোছ ধান কেটে একটি শুদ্ধ বস্ত্রে বেঁধে বাড়িতে আনেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাড়িতে আসলে গৃহকত্রী তার পা জল দিয়ে ধুইয়ে দেয়।তারপর শঙ্খধ্বনি, উলুধ্বনি দিতে দিতে ঠাকুরঘরে এসে আড়াইগাছ ধানকে মুট হিসাবে রাখা হয়।তারপর একজন ব্রাহ্মণ পুজো করে। এইভাবেই আজকে সর্বত্র মুটপুজো হয়।

RELATED ARTICLES

Most Popular