Homeএখন খবরকাটোয়ার মূলগ্রাম পঞ্চাননতলায় পঞ্চানন ঠাকুর পুজা

কাটোয়ার মূলগ্রাম পঞ্চাননতলায় পঞ্চানন ঠাকুর পুজা

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,১৬ জানুয়ারী ঃ
পঞ্চানন হচ্ছে শুধু লোক দেবতা নয়,এই পঞ্চানন আঞ্চলিক দেবতা।পৌরাণিক দিক থেকে বলা হয় শিবের অপর নাম পঞ্চানন কারণ শিবের পাঁচটা মাথা ছিল। কিন্তু গবেষকদের মতে,এই দেবতা ছিল লৌকিক। এই লৌকিক দেবতাকে যখন একটি বিশেষ অঞ্চলের পুজো করা হয় তখন তাকে বলা হয় আঞ্চলিক দেবতা।পঞ্চানন হচ্ছে প্রথমত লৌকিক দেবতা।পরে হচ্ছে আঞ্চলিক দেবতা।পূর্ব বর্ধমানের কাটোয়া অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় এই দেবতার পুজো করা হয় যেমন গাফুলিয়া পঞ্চাননতলা,মূলগ্রাম পঞ্চাননতলা,কেতুগ্রামের পঞ্চাননতলা এবং সবক্ষেত্রেই ১লা মাঘ পুজো হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই দেবতাকে মনে করা হয় যে শুধু কৃষকদেরই দেবতা নয়,যে সমস্ত বিবাহিত মহিলাদের বাচ্চা হয় না ও যারা রোগব্যাধিতে ভোগে তাদেরও মানত করার জায়গা হচ্ছে এই পঞ্চানন ঠাকুরের কাছে।মূলগ্রাম পঞ্চাননতলায় যে পুজো হচ্ছে তাতে ঘোড়ার চলন দেখা যায়। এই দেবতা ঘোড়াতেই সন্তুষ্ট হন।এই পুজো উপলক্ষ্যে এখানে মেলা বসে।সকাল থেকে সন্ধ্যা অবধি চলে।প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাতে কোথাও কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে তারজন্য কাটোয়া থানার  পুলিশ রয়েছে।শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে ক্যাম্প করা হয়েছে মানুষের সুবিধার জন্য। মূলগ্রাম, চাণ্ডুলী, শ্রীরামপুর, করুই,পোষ্ট গ্রাম,নন্দীগ্রাম,ঘোড়ানাশ,মুস্থূলী,আমডাঙ্গা সহ বিভিন্ন এলাকার মানুষেরা এখানে পুজো দিতে ও মেলা দেখতে উপস্থিত হয়েছে।

RELATED ARTICLES

Most Popular