নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ৩৩লক্ষ টাকা ব্যয়ে সংস্কার হয়েছে স্কুলের মাঠ। আমূল পরিবর্তন ঘটিয়ে সবুজ হয়েছে মাঠ। বহুদিন বাদে পড়ুয়ারা খেলাধুলার সুযোগ পেয়েছে। আর তার মধ্যেই খবর এসেছিল ওই মাঠেই হবে জঙ্গলমহল মেলা। মাঠ হারানোর ভয়ে কুঁকড়ে গেছিল পড়ুয়ারা। ক্ষুব্ধ হয়েছিলেন প্রাক্তনি থেকে শিক্ষক শিক্ষিকা সবাই। শুরু হয়ে যায় জোরদার বিতর্ক। শেষ অবধি সমাধান মিলল প্রাক্তন সাংসদের উদ্যোগে। পিছু হটে সরকার জানালো মেলা হবেনা কুমুদ কুমারী ইনস্টিটিউশনের মাঠে। শনিবার সেই খবর আসার পরই খুশির মহলে ঝাড়গ্রামবাসী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য প্রতিবছরই জঙ্গল মহল মেলা হয় কুমুদ কুমারীর মাঠে। গত পাঁচবছর ধরে এমনটাই রেওয়াজ। মেলা শেষে পড়ুয়াদের প্রাপ্য ধ্বংস হয়ে যাওয়া কঙ্কালসার মাঠ। এবছরও তেমনটাই হবে বলে জানা গেছিল।গত ১২তারিখ পঞ্চায়েত মন্ত্রী র উপস্থিতি তে সিদ্ধান্ত হয় এবার ও জঙ্গলমহল উৎসব হবে ঝাড়গ্রামে ২ থেকে ৯ ই জানুয়ারী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থান ঝাড়গ্রাম কুমুদ কুমারী স্কুল মাঠে। সবে মাত্র সারানো হয়েছিল মাঠ। সরকারের সেই বাবদ খরচ হয়েছিল ৩৩লক্ষ টাকা । মাঠ সারানো ও সবুজায়নের প্রক্রিয়ায় গত কয়েকমাস মাঠ ব্যবহার করতে পারেনি পড়ুয়ারা। নতুন করে সেই মাঠেই আবার মেলা হচ্ছে জেনে ক্ষোভ বাড়তে থাকে ঝাড়গ্রামবাসীর মনে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদ্যালয়ের খেলার মাঠে জঙ্গলমহল মেলা বসানোকে ঘিরে জোর প্রতিবাদ জেলা বাসীর।
সবুজ নষ্ট করে মাঠে মেলা করার সিদ্ধান্তে ঝাড়গ্রাম বাসীর সাথে অখুশি স্কুলের শিক্ষকরাও। পাশাপাশি স্কুলের গেটের বাইরে স্কুলের প্রাক্তনী রা জমায়েত হয়ে স্কুল মাঠে উৎসবের অাপত্তি জানান। স্কুল মাঠে জঙ্গলমহল উৎসব এর সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করার জন্য শিক্ষকরা যদিও কর্ণপাত করেনি সরকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিভিন্ন ভাবে আলোচনা করেও সমস্যার সমাধান না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ ও কয়েকজন প্রাক্তনি দ্বারস্থ হন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ড: উমা সরেনের। সাংসদ বিষয়টি নিয়ে কথা বলেন নবান্নের কর্তাদের সাথে। বোঝান জনমতের বিরুদ্ধে গিয়ে মেলা করলে তা সরকারের বিপক্ষেই যাবে । এরপরই নড়েচড়ে বসে নবান্ন। আলোচনা করে জানিয়ে দেওয়া হয় ওই মাঠে মেলা হবেনা । খবর পেয়ে স্বস্তি ফেরে ঝাড়গ্রামবাসীর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে মেলার মাঠ পরিবর্তনের খবর পেয়েই মাঠে নেমে পড়ে স্থানীয় প্রশাসন। জঙ্গলমহল উৎসবের জন্য বিকল্প মাঠ খোঁজা শুরু করেছেন তাঁরা । শনিবার ঝাড়গ্রামের মহাকুমা শাসক সুবর্ণ রায় ঝাড়গ্রাম শহরের পুর এলাকার আইটিআই মাঠ, ননীবালা বালিকা বিদ্যালয়ের মাঠ এবং পৌর ময়দান ঘুরে দেখেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার সন্ধ্যাবেলা কুমুদ কুমারী স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন মান্না জানান, প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেনের তৎপরতায় এবারের জঙ্গলমহল উৎসব স্কুল মাঠে স্থগিত করা হয়েছে। আমরা কৃতজ্ঞ ওনার প্রতি ।