নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে অশান্তির আবহ চলছে। সংশোধিত না গরিক আইন বিরোধি আন্দোলন যেমন চলছে তেমনই চলছে আইনের স্বপক্ষেও প্রচার। আবার এরই পাশাপাশি চলছে দেশজুড়ে ঘৃনা ছড়ানোর আভিযোগ, যে আভিযোগে অভিযুক্ত বিজেপির মিডিয়া সেল কিংবা আরএসএস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে ছাত্ররা বোরখা আর ব্রা পরে নারী সেজে পুলিশের ওপর আক্রমন করছে এমন ছবি ছড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঘৃন্য করার চেষ্টা হয়েছিল। পরে জানা গেছিল ছবিটি ২বছর আগে মিশরের এক শিশু পাচারকারীর যে মেয়ে সেজে অপরাধ করত। এবার এমনই ভ্রষ্টাচার খোদ বাংলায় ঘটে যাওয়ায় চমকে উঠেছে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবারই মুর্শিদাবাদের রাধামাধবতলায় লুঙ্গি আর ফেজ টুপি পরে ট্রেনে পাথর ছুঁড়তে গিয়ে ধরা পড়েছে বিজেপির এক সক্রিয় কর্মী অভিষেক সরকার ও তার পাঁচ সহযোগি। যার মধ্যে প্রভাকর সাহা নামে আরেক বিজেপি সমর্থক রয়েছে। ২১ ও ২২ বছর বয়সী এই দুই গেরুয়া বাহিনীর সদস্যকে শুক্রবার লালবাগ এসিজেএম আদালতে পেশের পর পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বাকি চারজন ১০ থেকে ১২বছরের মধ্যে। তাদের বিচার বিভাগীয় হোমে পাঠানো হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার পুলিশ আদালতে অভিষেক ও প্রভাকরের মোবাইল জমা দেওয়ার পাশাপাশি লুঙ্গি ও টুপিগুলো জমা দিয়েছে। একেবারে নাবালকদের মাপেই ফেজ টুপি ও লুঙ্গিগুলি দেখে পুলিশের অনুমান একটি বিশেষ সমাজের বাচ্চারাও কত ভয়ংকর হতে পারে সেরকমই ভিডিও তৈরি করার আয়োজন করা হয়েছিল এবং ওই বিপরীত সমাজের নাবালকগুলিকে এই নাট্যাভিনয়ে ব্যবহার করা হয়েছিল। পুর্ব রেলের শিয়ালদহ-লালগোলা শাখায় চলন্ত ট্রেনে ওই কিশোররা ঢিল ছুঁড়তে থাকবে আর সেই ছবি ভিডিও বন্দি করে পাঠানো হবে বিশেষ কোনও জায়গায় অথবা তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিষেকরা প্রথমে দাবি করেছিল যে একটি ইয়োটিউব চ্যানেলের জন্য তারা এটা শ্যুট করছিল। যদিও এরকম কোনও চ্যানেলের অস্তিত্ব তারা প্রমান করতে পারেনি। পুলিশের অনুমান এই ভিডিও তৈরি করা হচ্ছিল পাকা মাথার সিদ্ধান্ত অনুযায়ী । সেই পাকা মাথার খোঁজ করছে পুলিশ ।