Homeএখন খবরদান্তেওয়াড়ায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ মাওবাদী

দান্তেওয়াড়ায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ মাওবাদী

নিজস্ব সংবাদদাতা: আবারও গুলির দান্তেওয়াড়ায় আর এবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলি লড়াইয়ে খতম হল দুই মাওবাদী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত দান্তেওয়াড়া জেলার কাটেকালওয়ান এলাকায়। পুলিশ ২ মাওবাদীর দেহ উদ্ধার করলেও তাদের পরিচয় এখনও জানতে পারেনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য দান্তেওয়াড়া জেলার কাটেকালওয়ান এলাকা দীর্ঘদিন ধরেই মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। কয়েকদিন ধরে স্থানীয় মুনগা গ্রামের জঙ্গল সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে আছে বলে পুলিশের কাছে খবর আসছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই ভিত্তিতে ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল স্থানীয় পুলিশ ও মাওবাদী দমনে নিযুক্ত ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড(ডিআরজি)। মঙ্গলবার সকালে মুনগার জঙ্গলে তল্লাশি চালানোর সময় আচমকা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেন নিরাপত্তা রক্ষীরাও। উভয় পক্ষের গুলির লড়াইয়ে দুই মাওবাদী খতম হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই মাওবাদী দমন অভিযানে অংশ নেওয়া এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে মুনগা গ্রামের জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। আচমকা সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ জঙ্গলের মধ্যে থেকে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। পালটা জবাব দেন নিরাপত্তা রক্ষীরাও। কিছুক্ষণ বাদে গুলি চালানো থামিয়ে পালিয়ে যায় মাওবাদীরা। পরে ঘটনাস্থল থেকে তাদের দুই সঙ্গীর মৃতদেহ উদ্ধার হয়। লুকিয়ে থাকা বাকি মাওবাদীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও দীর্ঘ অভিযানের পরও মাওবাদীদের বাড়বাড়ন্ত কমছে না ছত্তিশগড়ে। প্রায় প্রতি সপ্তাহেই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দু-একজন করে মাওবাদী খতম হচ্ছে। তারপরও তাদের পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না জঙ্গল অধ্যুষিত ছত্তিশগড়ের মাটিতে থেকে।

RELATED ARTICLES

Most Popular