Homeএখন খবরহাতির লেজ টানছে ব্যাক্তি, চলছে হাতিকে উত্যক্ত করা , ভিডিও ভাইরাল...

হাতির লেজ টানছে ব্যাক্তি, চলছে হাতিকে উত্যক্ত করা , ভিডিও ভাইরাল হতেই তদন্তে বনদপ্তর

নিজস্ব সংবাদদাতা : হাতির হানায় গত ২০দিনের মধ্যেই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে ৮জনের। শষ্য ও সম্পদের ক্ষয় ক্ষতির পরিমানও বাড়ছে। বাড়ছে বনদপ্তরের বিরূদ্ধে ক্ষোভও। কিন্তু এর সবটাই কী বনদপ্তরের দায়! কিছু মৃত্যুর পেছনে মানুষ তার নিজের দায় এড়াতে পারেনা। সেলফি বা ছবি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। হাতিকে উত্যক্ত করতে গিয়েও মৃত্যুর ঘাটনাও বিরল নয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমনই এক ঘটনা সম্প্রতি উঠে দেখা গেল ঝাড়গ্রাম জেলায়।    ওই জেলার জামবনিতে দিন তিনেক আগে একটি হাতিকে উত্যক্ত করার ভিডিও সামনে আসে। ভিডিওতে দেখা যায়, হাতিটির লেজ ধরে টানাটানি করছেন এক গ্রামবাসী। এই ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনা প্রসঙ্গে ঝাড়গ্রাম ডিভিশনের বিভাগীয় আধিকারিক  বাসবরাজ হলেইচ্চি জানিয়েছেন, “হাতিকে উত্যক্ত করতে বারবার নিষেধ করা হচ্ছে। তারপরেও কথা শুনছেন না সাধারণ মানুষ। এ বিষয়ে স্থানীয় রেঞ্জারকে খোঁজ নিয়ে দেখতে বলেছি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জামবনির একটি মাঠে দেখা গেছে  একদল অত্যুৎসাহি গ্রামবাসী ছুটছেন হাতির  পিছনে। কেউ তাদের সঙ্গে সেলফি তুলতে মত্ত। তো কেউ আবার হাতির লেজ ধরে টানাটানি করেই মজা পায়। এই মজার নামে আনন্দ যে প্রান নিয়ে টানাটানি হতে পারে, তা নিয়ে বিলকুল পরোয়া নেই তাঁদের। বনদপ্তরের কর্মীরা পইপই করে সাবধান করলেও তাতে কান দিতে নারাজ তাঁরা। ফলে বড়সড় বিপত্তির আশঙ্কা তৈরি হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular