ইনসেটে ঘাতক হাতি |
নিজস্ব সংবাদদাতা: হাতির ছবি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর কবলে পড়লেন এক সোশ্যাল মিডিয়ার কর্মী তথা পর্যটক। রবিবার হাওড়া থেকে ঝাড়গ্রাম বেড়াতে এসে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত যুবকের নাম আশিষ সিট । বাড়ি হাওড়া জেলার আণ্দুল সংলগ্ন এলাকায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে ৩৫ বছরের আশিষ এবং তার তিনবন্ধু রবিবার হাওড়া থেকে ঝাড়গ্রাম বেড়াতে আসেন। ঝাড়গ্রামে আসার পর তারা সাঁকরাইলে অশিসের এক আত্মীয়ের বাড়ি যান।
চার বন্ধু ওখানেই খবর পান যে স্থানীয় খুদমরাই গ্রাম সংলগ্ন আতাডি এলাকাতে একটি হাতির পাল বেরিয়েছে। আশিষ নিজে একটি নিউজ পোর্টাল চালান। সেই পোর্টালে খবর করার জন্য নিজের ডিএসএলআর ক্যামেরা নিয়ে বন্ধুদের সঙ্গে চলে যান হাতির ছবি তুলতে। হাতি দেখতে ভিড় করেছিল স্থানীয় জনতাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি সূত্রে জানা গেছে আতাডি গ্রামের জঙ্গল লাগোয়া এলাকায় একটি জলাশয়ের কাছাকাছি ১২টি হাতি অবস্থান করছিল। আশিষ ক্যামেরা প্যান করে ছবি তোলার সময় একটি দাঁতাল হঠাৎই পাল থেকে বেরিয়ে আসে। হাতির চলনে অভ্যস্থ গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পালাতে শুরু করলেও পালাতে পারেনি আশিষ । হাতি তাকে শুঁড়ে তুলে আছড়ে দিলেন ঘটনাস্থলেই প্রান হারান ওই আশিষ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ও বনকর্মীদের প্রাথমিক অনুমান ডিএসএলআর ক্যামেরায় জ্যুম করে ছবি তোলায় হাতির অবস্থান বুঝতে পারেননি। হাতি কাছে এসে পড়ার পর তিনি পালাতে চাইলেও আর পালানোর সুযোগ পাননি, দাঁতাল তাকে শুঁড়ের নাগালে পেয়ে যায়। পুলিশ পরে মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।