Homeএখন খবরটানটান উত্তেজনা ও ভরপুর রোম্যান্স নিয়ে প্রকাশ্যে এল জিৎ-মিমির বাজির টিজার

টানটান উত্তেজনা ও ভরপুর রোম্যান্স নিয়ে প্রকাশ্যে এল জিৎ-মিমির বাজির টিজার

নিউজ ডেস্ক: টলিউডের প্রথম সারির প্রায় সকল অভিনেত্রীর সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা জিৎ। এবারে তাকে দেখা যাবে নায়িকা সাংসদ মিমির সাথে জুটি বাঁধতে। ছবির নাম বাজি। জিতজ্ ফ্লিমওয়ার্কস্’-এর ব্যানারে ‘বাজি’ ছবির পরিচালনা করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।

টান টান উত্তেজনা নিয়ে রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য নিয়ে মুক্তি পেল ‘বাজি’র টিজার। বৃহস্পতিবার মুক্তি পাওয়া ১ মিনিটের টিজারে ধরা পড়লো ছবির কিছু ঝলক। এই ছবি যে আদ্যোপান্ত মশালা-মুভি, প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই তা বেশ বোঝা গেল। অ্যাকশন দৃশ্য ছাড়া নজর কাড়লো জিতের ঠোঁটে ঠোঁট রেখে মিমির সাহসী চুম্বন দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন নতুনভাবে ধরা দিলেন জিৎ ও মিমি । চলছে দুজনের চুম্বন নিয়ে বিস্তর আলোচনা।

‘বাজি’ ছবির মূল গল্প এক দক্ষিণী ছবির অনুকরণে লেখা হয়েছে। তবে রিমেক অবশ্য বলা চলে না। কারণ জিৎ-মিমির ‘বাজি’র জন্য নতুন করে চিত্রনাট্য লিখেছেন ছবির চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক। তাই দক্ষিণী ছবির সঙ্গে হুবহু মিল থাকছে না ‘বাজি’র গল্পের। গল্প অনেকটা এরকম, যার আভাস পাওয়া গেল টিজারে- মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জিতের বাবা। যে ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। আর বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর জিৎ। আর তা পূরণ করতে গিয়েই নানা ঘটনার সম্মুখীন হন তিনি। এর মাঝেই মিমির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। টিজারে দেখা গেল ‘আয় না কাছে রে’ গানের একটু ঝলকও।

উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল জিৎ-মিমির ‘বাজি’। তবে করোনার কারণে সেটা আর সম্ভব হয়নি। মার্চের শেষে হঠাৎ লকডাউনের পর শ্যুটিং বন্ধ করে লন্ডন থেকে ফিরে আসতে হয়েছিল জিৎ-মিমি সহ ‘বাজি’র টিমকে। তবে গত সেপ্টেম্বরে লন্ডনে গিয়ে পুরো শ্যুটিং শেষ করে টিম ‘বাজি’। বৃহস্পতিবার মুক্তি পায় ছবির টিজার।

RELATED ARTICLES

Most Popular