Homeএখন খবরলকডাউনে ধ্বস নেমেছে অর্থনীতির, আর্থিক মন্দার মুখে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমাতে...

লকডাউনে ধ্বস নেমেছে অর্থনীতির, আর্থিক মন্দার মুখে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমাতে চলেছে তেলেঙ্গানা সরকার

নিজস্ব সংবাদদাতা: করানোর আতঙ্কের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ বয়ে আনল তেলেঙ্গানা সরকার। আগামী মাসে সরকারী কর্মচারীদের বেতন হ্রাস করার সিদ্ধান্ত নিলেন মূখ্যমন্ত্রী কেসিআর। সরকারের তরফে জানা গেছে দেশজুড়ে চলছে লকডাউনের মুখে আর্থিক মন্দার মুখ দেখছে গোটা দেশ। যার প্রভাব পড়েছে তেলেঙ্গানাতেও। আবার করোনা পরিস্থিতিতে জলের মত খরচ হচ্ছে রাজ্যের কোষাগার। প্রায় প্রতিটি রাজ্যকেই নিজেদের মত করে অবস্থার সামাল দিতে হচ্ছে। এমনই অবস্থায় রাজ্যের আর্থিক পরিস্থিতি সামলাতে তেলেঙ্গানা সরকারও একটি বড় পদক্ষেপ নিল।

আগামী মাসে সরকারি কর্মচারীদের বেতন ১০ শতাংশ থেকে ৭৫ শতাংশ কমানো হবে বলে তেলেঙ্গানা সরকার ঘোষণা করেছে।বলা হয়েছে এই সিদ্ধান্ত থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও রেহাই পাবেননা। তাদেরও পেনশন কমানো হবে। সরকার থেকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে, সরকারি এক্সিকিউটিভ, জনপ্রতিনিধি, সরকারি কর্মী ছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা, যেগুলি সরকারি অনুদান পেয়ে থাকে, সেখানকার কর্মীদেরও বেতন হ্রাস করা হবে। গত রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তবে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হল সরকারের তরফ থেকে।

সরকারি তরফে জানানো হয় যে, উচ্চ পদস্থ বৈঠক করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনকি মুখ্যমন্ত্রীর বেতন থেকেও ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে বলে জানানো হয়। মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের বেতন থেকেও ৬০ শতাংশ কেটে নেওয়া হবে বলা জানানো হয়। সরকারি অফিসারদের বেতন কাটা হবে ৫০ শতাংশ এবং চতুর্থ শ্রেনীর কর্মীদের বেতন থেকে কাটা হবে ১০ শতাংশ। তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি একে হটকারী সিদ্ধান্ত বলে দাবি করেছে। বিজেপি নেতা কৃষ্ণসাগর রাও বলেছেন, ” তেলেঙ্গানাই একমাত্র রাজ্য যে কিনা রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে এমন প্রবঞ্চনার পথ বেছে নিয়েছে। এর মূল্য চোকাতে হবে।” যদিও তেলেঙ্গানার এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে অন্য রাজ্য সরকারি কর্মচারীরা।

RELATED ARTICLES

Most Popular