Homeএখন খবরকরোনা বিপর্যয় ও লকডাউনের মাঝেই উত্তরবঙ্গ কাঁপল ভূমিকম্পে

করোনা বিপর্যয় ও লকডাউনের মাঝেই উত্তরবঙ্গ কাঁপল ভূমিকম্পে

নিজস্ব সংবাদদাত: করোনা আতঙ্কের মধ্যে ভূমিকম্পে কাঁপল। পশ্চিমবঙ্গ । রবিবার উত্তরবঙ্গেও অনুভূত হল এই ভূমিকম্প।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে,এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের গ্যাংটক। মাটি থেকে ১০ কিলোমিটার নীচে ছিল এর উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০।

এই এপ্রিল মাসের ৮ তারিখে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণবঙ্গের মাটি। ওইদিন বাঁকুড়াতে সকালে সাড়ে ১১টায় কম্পন অনুভূত হয়। মৃদু কম্পন অনুভূত হয়। তবে হঠাৎ কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয় গোটা জেলাজুড়ে। পরপর দুটি ভুমিকম্প অনুভূত হয় বাঁকুড়ায়। প্রথমটি ১১.১৯ মিনিটে, উৎসস্থল লাক্ষাদ্বীপ, মাটির ১০ কিলোমিটার নীচে ছিল এর উৎসস্থল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। ২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ১১.২৪.০২ মিনিটে। উৎসস্থল দুর্গাপুর থেকে ১৫ কিলোমিটার নীচে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.১।

তবে এই জোড়া কম্পনের তথ্য দেয় মেটেরলজিক্যাল বিভাগ, বাঁকুড়া। আলিপুর আবহাওয়া দফতর শুধুমাত্র দ্বিতীয় কম্পনের তথ্য দিয়েছিল। ঠিক তার আগের দিন রাতে ১.৩৩.২৮ মিনিটে সিকিমেও একটি ভূমিকম্প হয়েছিল। কম্পন মাত্রা ছিল ৩.১। তার থেকে বাঁকুড়ার কম্পনমাত্রা বেশ কিছুটা বেশি তা স্পষ্ট। পূর্ব সিকিমের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ৫ কিলোমিটার গভীরে।

RELATED ARTICLES

Most Popular