Homeদেশআজ থেকে রেড জোনেও শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা

আজ থেকে রেড জোনেও শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা

ডিজিটাল ডেস্ক: দেশে চতুর্থ দফার লকডাউন শুরু হচ্ছে আজ থেকে তবে চতুর্থ দফার লকডাউনে একাধিক নিয়ম শিথিল করেছে কেন্দ্র। এই পরিথিতিতে গোটা দেশে পুরোদমে ই-কমার্স পরিষেবা শুরু হয়ে যেতে পারে। 31 মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউনে নিষিদ্ধ নয় এমন কিছু কাজ ছাড়া অন্য সব কাজে ছাড় দেওয়া হতে পারে

তবে কনটেইনমেন্ট জন্য শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোনো পণ্য ডেলিভারি করা যাবে না। নির্দেশিকায় জানানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে রাজ্য ও কেন্দ্র শাষিত অঞ্চলগুলি নির্দিষ্ট কোন কার্যকলাপ বন্ধ রাখতে পারে। এর ফলে দেশের বিভিন্ন শহর, যেগুলি এখনও রেড জোনে রয়েছে সেখানে ডেলিভারি শুরু করা যাবে।

যদিও সরকারের তরফ থেকে পাকাপাকি নির্দেশ পেলেই ডেলিভারি শুরু করতে পারে ই-কমার্স কোম্পানিগুলি। লন্ডনের প্রথম দুই ধাপে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য ডেলিভারি করার পেয়েছিল সমস্ত সংস্থাগুলি এবং তৃতীয় ধাপে শুধুমাত্র অরেঞ্জ এবং গ্রীনজনে সমস্ত প্রকার পণ্যের ডেলিভারি করার ছাড়পত্র পেয়েছিল এবার চতুর্থ দফার লকডাউনে সমস্ত ই-কমার্স কোম্পানিগুলিই রেড জোন গ্ৰিন জোন ও ওরেঞ্জ জোন সমস্ত জোন গুলিতেই ডেলিভারি করার ছাড়পত্র পেয়েছে ই-কমার্স সংস্থাগুলি তবে কনটেনমেন্ট জোনগুলিতে ডেলিভারি করা হবে না অত্যাবশ্যকীয় পন্যে ছাড়া।

RELATED ARTICLES

Most Popular