নিজস্ব সংবাদদাতা: কয়েক মাস আগে সদ্য প্রসূতিকে নিয়ে নদীর জলে পড়েছিল মাতৃযান রুপী মারুতি ভ্যান। আর এবার কাঁসাই নদীর ভেতর উল্টে গেল একটি ডাম্পার। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অন্তর্গত গোলগ্রাম-লোয়াদা সংযোগকারী নদী বক্ষের অস্থায়ী রাস্তার এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন সকালে একটি মালবাহী ডাম্পার লরি লোয়াদা নদীর ভেতর অস্থায়ী রাস্তা ধসে পড়ায় উল্টে যায়। দুর্ঘটনায় চালক ও খালাসি বরাত জোরে বেঁচে গেছে। বর্ষার আগেই অকাল বর্ষনে নদীতে জল এসে গেছে তাই পঞ্চায়েত সমিতির টাকায় তৈরি বালির বাঁধে ধস নিয়েছে তাতেই এই বিপত্তি।
উল্লেখ্য ডেবরা ব্লকের ভরতপুর, ভবানীপুর, গোলগ্রাম সহ চারটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি তৈরির ইঁট বালি পাথর সিমেন্ট ঐ বালির বাঁধ দিয়ে ই আসে । ধান আলু সব্জি বাইরে রপ্তানির জন্য এই বালির বাঁধই ভরসা। দু’ পাশেই কাঁসাই বেষ্টিত দ্বীপবন্দী প্রায় লাখ দুয়েক মানু্ষের ভরসা এই অস্থায়ী রাস্তাই , তাও বছরের মধ্যে পাঁচ মাস। এভাবেই চারটি গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তা লোয়াদা আর ট্যাবাগেড়ার অস্থায়ী রাস্তা দিয়েই চলে যাতায়ত।
বাম আমলে তৈরি হওয়া লোয়াদার ব্রীজের সংযোগকারী রাস্তা আজও করে উঠতে পারেনি বর্তমানের পরিবর্তিত সরকার। জমি জট ছাড়িয়ে কাজ করা সম্ভব হয়নি। আর মানু্ষের তীব্র রোষ নিয়েই দ্বীপবাসীরা গড়ে তুলেছেন দ্বীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চ নামে একটি সংগঠন। বহুদিন যাবৎ দুই টি ব্রীজের জন্য আন্দোলন করছে তারা। যদিও কাজের কাজ আজও কিছু হয়নি। সংগ্রামী মঞ্চের দাবি প্রশাসনের উদাসীনতায় কার্যকর হচ্ছে না হচ্ছেনা এই সেতু সংযোগ।
মঞ্চের নেতাদের দাবি কয়েকমাস আগে ডেবরা তে মুখ্যমন্ত্রী এসে জিজ্ঞেস করেছিলেন লোয়াদা সেতুর কি অবস্থা। তখনও তাঁকে মিথ্যে তথ্য দিয়ে জনৈক আধিকারিক বলেন, লোয়াদা ব্রীজের কাজ খুব দ্রুতগতিতে চলছে। আর ট্যাবাগেড়ার কথা কোনো নেতা বলেনি। তারই মাশুল দিয়ে চলেছে ডেবরার একটা অংশের বাসিন্দারা। তারই প্রমান বৃহস্পতিবারের দুর্ঘটনা।