নিজস্ব সংবাদদাতা :ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া গ্রামের ঝাড়গ্রাম ননিবালা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ছোট্ট কমলেশ ঘোষ বর্তমানে এশিয়ান ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য ও প্রয়োজনীয় ওষুধ বাবদ খরচ ৯ লক্ষ টাকা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার বাবা যুগল ঘোষ চাষবাস করেন,ফলে দরিদ্র ওই পরিবারের পক্ষে এই অর্থ যোগাড়ে অক্ষম। কমলেশের চিকিৎসার খরচ জোগাতে তার পরিবার অর্থ সাহায্যের আবেদন নিয়ে দ্বারস্থ হয় মেদিনীপুর ছাত্রসমাজের কাছে।তারা দীর্ঘ দুইদিন মেদিনীপুরের রাজপথে কৌটো হাতে ভিক্ষা চেয়ে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ সাহায্য নিয়ে কমলেশের চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় সর্বমোট ৯১৯৫০ টাকা তুলে দিলো কমলেশের জ্যেঠু সত্যরঞ্জন ঘোষ,তার দিদি সবিতা ঘোষ ও বোন পায়েল ঘোষের হাতে। বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে সেই অর্থ তুলে দেওয়া হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্পাদক চন্দন রায়,মেদিনীপুর ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, মেদিনীপুর অটিজিম কেয়ারের মৌমিতা বরাট দাস,অশোকনগর রেনেসাঁস ক্লাবের সম্পাদক সুব্রত রায়, সভাপতি প্রণব দুবে, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের সম্পাদক নিত্যানন্ পন্ডা , অশোকনগর ব্যবসায়ী সমিতির সভাপতি মনোজ গোস্বামী প্রমুখ। মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
“আমাদের গর্বের মেদিনীপুরবাসী, সহৃদয় ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ী মানুষের আশীর্বাদ ও সহযোগিতায় আমরা এই বিপুল পরিমাণ অর্থ কমলেশের পরিবারের হাতে তুলে পেরেছি। আমরা ছাত্রসমাজের পরিবার ওনাদের নিকট কৃতজ্ঞ।” ছাত্রসমাজের এক সদস্য তথা নলবনা হাইস্কুলের শিক্ষক বাসুদেব মাকড় বলেন,”সকলের আশীর্বাদে, ভালোবাসায়, সহযোগিতায় আমাদের ছোট্ট ভাইটি নিশ্চয়ই ফিরে আসবে,এ আমাদের দৃঢ় বিশ্বাস।”