Homeএখন খবরপুর্ব মেদিনীপুরের গ্রামের খালে ডলফিন! উপচে পড়ল ভিড়

পুর্ব মেদিনীপুরের গ্রামের খালে ডলফিন! উপচে পড়ল ভিড়

 নিজস্ব সংবাদদাতা: গ্রামের সেচের  খালে ডলফিন! আর তা দেখতে হাজার হাজার মানুষের ভীড় জমাতে শুরু করে । ভীড় জমে স্কুল পড়ুয়া থেকে কচি কাঁচাদের ও  । প্রত্যন্ত গ্রামের মধ্যে হঠাৎ করে দেখা মেলায় উৎসাহের বাঁধ ভেঙেছে পড়ুয়া দের মনে। এমনই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর  থানা এলাকার উদবাদালে একটি নাশি খাল ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই নাশি খালে বিকেলের দিকে একটি জীবিত  ডলফিনটি ঘুরতে  দেখা গিয়েছে । তবে  কিভাবে কোথা থেকে এই খালে ডলফিনটি এল তা এখনও অজানা।  ডলফিনটি কে ধরার জন্য বেশকিছু মৎসজীবিরাও খালে নেমে পড়ে ধরতে  ।অপরদিকে জনতার ভীড় অনুভব করতে পেরে ডলফিন টি খেলাও দেখাতে শুরু করে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর দেওয়া হয় ভূপতিনগর থানায় ।ভূপতিনগর থানার  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় । মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন ভূপতিনগর থানার পুলিশ গিয়ে  সুরক্ষার পাশাপাশি ডলফিন টি নজরদারি চালাচ্ছে পুলিশ ।

RELATED ARTICLES

Most Popular