ওয়েব ডেস্ক : করোনা আবহে এবছর সবরকমের আতশবাজি নিষিদ্ধ করেছে আদালতের। ফলে আদালতের নির্দেশে ইতিমধ্যেই রাজ্যজুড়ে চলছে কড়া নজরদারি। কিন্তু বহুক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রকাশ্যে বাজি বিক্রি না হলেও ঘুর পথে বাজি বিক্রি করছে ব্যবসায়ীরা। শুক্রবার এমনি ঘটনা ঘটলো খাস কলকাতায়। আদালতের নির্দেশ অমান্য করে নিউটাউন সল্টলেক এলাকার একাধিক দোকানের আড়ালে নিষিদ্ধ আতশবাজি বিক্রির খবর পেয়ে শুক্রবার নিউটাউন থানা ও বিধান নগর দক্ষিণ থানা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে আতশবাজি।
জানা গিয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে বিধিনিষেধ না মেনেই বিধাননগর দক্ষিণ থানা ও নিউটাউন থানা এলাকায় দেদারে বাজি বিক্রি চলছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন তল্লাশি চালিয়ে দক্ষিণ থানা এলাকা থেকে মোট ২৫ কেজি বাজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিউটাউন এলাকা থেকে মোট ১৮ কেজি বাজি উদ্ধার করা হয়েছে। ঘটনায় এদিন দক্ষিণ থানা এলাকা থেকে ২ জন ও নিউটাউনের ১ জন সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশ অমান্য করে গৌরাঙ্গ নগর ও দক্ষিণ থানা এলাকায় যে দেদারে বাজি বিক্রি হচ্ছে গোপন সূত্রে বৃহস্পতিবারই সেই খবর পেয়েছিল পুলিশ। খবর পেয়ে শুক্রবার ওই দুই এলাকায় পুলিশ হানা দেয়। জানা গিয়ে এদিন দক্ষিণ থানা এলাকার ছয়নাভি থেকে সোমনাথ দাস ও রাহুল মন্ডল নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কোথাও বেআইনীভাবে বাজি বিক্রি হচ্ছে কিনা তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।