Homeএখন খবরপিংলায় বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কুসংস্কার বিরোধী ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

পিংলায় বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কুসংস্কার বিরোধী ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, পিংলা: কুসংস্কার বিরোধী ও স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভার পাশাপাশি জনসেবা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো বিজ্ঞান মঞ্চের উদ্যোগে।রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের খলাগেড়িয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত জানার পিতা প্রয়াত সুধীর জানা স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এই স্মরণসভায় জানা পরিবারের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহযোগিতায় জাতিধর্মবর্ণ নির্বিশেষে প্রায় শতাধিক জণগণের উপস্থিতিতে কুসংস্কার বিরোধী ও স্বাস্থ‍্য সচেতনতা মূলক আলোচনা সভা এবং জনসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সম্পাদক ড.বাবুলাল শাসমল, কোভিড – ১৯ নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কাউন্সিলের সদস্য অধ্যাপক স্বপন কুমার বেরা, বয়স্কদের সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার চিকিৎসক ডাঃ অসীম কুমার মাইতি।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক লালবিহারী মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহম্মদ ইয়াইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শচীন্দ্র নাথ সিংহ , কল্যাণ রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা ষাট জন গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular