নিউজ ডেস্ক: তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরের শেষ দিন আলিপুরদুয়ার জেলায় এসে আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় সারা শহর পরিক্রমা করে জয়গাঁ খোকলা বস্তি এলাকায় আসার কথা। সেই সময় জয়গাঁ সুমসুমি বাজার এলাকায় দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে ঢিল ছোঁড়ে দুষ্কৃতিরা। এতে কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারির গাড়ি কাঁচ ভেঙ্গে যায় এবং বিজেপির আরও এক নেতার গাড়ির কাঁচও ভেঙ্গে যায়। এছাড়াও পথে দলসিং পারা এলাকায় গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে দিলীপ ঘোষের কনভয়কে কালো পতাকা দেখানো হয়।
বিজেপির যুব মোর্চার অভিযোগ, ‘ তারা যখন বাইক র্যালি দিলীপ ঘোষের কনভয়টি শহর পরিক্রমা করাচ্ছিলেন, তখন তৃণমূলের হার্মাদ বাহিনী দিলীপ ঘোষের গাড়ি ভাঙ্গে ও পাশে থাকা একই রঙয়ের আরও একটি গাড়িতে পাথর ছোঁড়ে, গাড়ি ভাঙ্গে, পাশাপাশি কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারির গাড়িতেও পাথর মারা হয়। এইসব ঘটনায় তৃণমূলের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ। পুরো পশ্চিমবঙ্গ আজ লজ্জিত, এখানে কোনও গণতন্ত্র নেই।
প্রসঙ্গত, তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসে আজ বৃহস্পতিবার সাতসকালে আলিপুরদুয়ারের মাদারিহাটে চা চক্রে যোগ দেন দিলীপ বাবু। বেশ খোশমেজাজেই দেখা যায় ওনাকে। প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে মর্নিংওয়াক সারেন। তারই মধ্যে চললো জনসংযোগের কাজ। এদিন দুপুরে জেলার সীমান্ত শহর জয়গাঁর খোকলাবস্তিতে একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করবেন দিলীপ ঘোষ। সেই মত সেখানে অংশগ্রহণ করতে গিয়েই আক্রান্ত হন তিনি।
তবে দিলীপ ঘোষের এই উত্তরবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলের অনুমান, সম্প্রতি বিমল গুরুং তৃণমূলকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলে ঘোষণা করায়, আলিপুরদুয়ার জেলার গোর্খা জনজাতির মানুষদের ভাবমূর্তি বুঝতেই দিলীপের এই আলিপুরদুয়ার সফর। কারন জেলার পাঁচটি বিধানসভা আসনের মধ্যে মাদারিহাট, কালচিনি ও কুমারগ্রামে ডিভাইডিং ফ্যাক্টর হতে চলেছে ত্রিশ শতাংশ গোর্খা ভোট। লোকসভা নির্বাচনের সেই হাওয়া ধরে রাখা যাবে কি না তাও এখন বিজেপির সব থেকে বড় মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে, যদিও ক্যামেরার সামনে বিহার জয়ের পর বাংলা জয়ের বিষয়ে এদিন সকালে যথেষ্ট আশাবাদী ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এরই সাথে বিহার নির্বাচনের ফলাফলের পর সারা রাজ্যের তৃণমূলের বহু নেতৃত্বরা বিজেপির সাথে যোগাযোগ করছে বলেই সকালে মাদারিহাটে চা চক্রে যোগদান করে জানান দিলীপ ঘোষ।